রাজ্য

বাংলায় করোনার বলি আরও ১, মৃত্যু বেড়ে ৬

করোনা আক্রান্ত হয়ে বাংলায় আরো একজনের মৃত্যু হল। বেলঘড়িয়ার ওই ব্যক্তি রথতলার জেনিথ হাসপাতালে ভর্তি ছিলেন। এদিন সকালে তাঁর মৃত্যু হয়েছে। এনিয়ে বাংলায় মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৬। অন্যদিকে সবথেকে উদ্বেগের বিষয় হলো ওই ব্যক্তির বিদেশ বা ভিন রাজ্যে যাওয়ার কোনো যোগ এখনও পাওয়া যায়নি। এই বিষয়টি যথেষ্ট চিন্তায় রেখেছে রাজ্য স্বাস্থ্য দপ্তরকে।

তাহলে কি তিনি গোষ্ঠী সংক্রমণের শিকার হয়েছেন সেটাও ভাবিয়ে তুলেছে স্বাস্থ্য দপ্তরের কর্তাদের। অন্যদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ রাজ্যেও আক্রান্তের সংখ্যা। রাজ্যে আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৪৩। এদিকে হুগলিতে ফের করোনায় আক্রান্ত হয়েছেন ২ জন। আক্রান্ত দুজনেই শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ভর্তি। এনিয়ে হুগলিতে করোনায় আক্রান্ত হলেন ৩ জন।

Loading

Leave a Reply