বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন ৩৭ জন। মৃত্যু হয়েছে তিনজনের। তিনজন সুস্থ হয়ে গিয়েছেন। একজন নিউমোনিয়ায় মারা গেছেন আরও একজন কিডনির সমস্যায় মারা গিয়েছেন। বাংলায় করোনায় আক্রান্ত হচ্ছেন চারটি পরিবারেরই ১৭জন। কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখানো হচ্ছে করোনায় ৬ জনের মৃত্যু হয়েছে এটা সম্পূর্ণ ভুল তথ্য বলে দাবি করেন মুখ্যমন্ত্রী।
তিনি সংবাদমাধ্যমের কাছে অনুরোধ করেন সরকারিভাবে তথ্য মেলার পরেই মৃত বলে দেখানো হোক। তিনি এদিন রাজ্যবাসীর উদ্দেশে বলেন, লকডাউন অমান্য করবেন না। অযথা রাস্তাঘাটে ঘোরাফেরা করবেন না। পরের দুই সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ। লকডাউন আমাদের পুরোপুরি সফল করতেই হবে। অনেক জায়গায় রাস্তাঘাটে মানুষজন বেরোচ্ছেন। দয়া করে বাড়িতে থাকুন। বাড়িতে থেকে সুস্থ হওয়া যায়।
রাস্তায় বসে আড্ডা মারা বন্ধ করুন। সবাই মিলে লড়াই করতে হবে। হাটে বাজারে যারা যাচ্ছেন, বারবার বলা হচ্ছে ভিড় করবেন না। নির্দিষ্ট দূরত্ব বজায় রাখুন। অত্যাবশ্যকীয় পণ্য বাজারে মিলছে। তাই দূরত্ব বজায় রেখে জিনিস কিনুন। চিন্তা করবেন না। অন্যদিকে মুখ্যমন্ত্রী বলেন, হোম কোয়ারেন্টাইন থেকে বেরিয়ে গেছেন প্রায় দু’হাজার মানুষ। মানুষের সুবিধার্থে হোম ডেলিভারি ছাড় দেওয়া হয়েছে। আতঙ্কিত হবেন না।