ভারতবর্ষে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা। পশ্চিমবঙ্গের একই অবস্থা চলছে। রাজ্যে ফের একজন করোনায় আক্রান্ত হয়েছেন। বছর ৫৭-র ওই প্রৌঢ় ২৬ মার্চ থেকে জেনিথ হাসপাতালে ভর্তি রয়েছেন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো ওই রোগীর কোনও বিদেশযাত্রা ভিন রাজ্যের যাওয়ার কোনও যোগ পাওয়া যায়নি।
তাহলে কি তিনি গোষ্ঠী সংক্রমণের শিকার হয়েছেন, সেটাই চিন্তা বাড়িয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের কর্তাদের। এ নিয়ে বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৭। এদিকে সোমবার রাতে আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। মৃত মধ্যবয়সি ওই মহিলা হাওড়ার সালকিয়ার বাসিন্দা। ভারতবর্ষের রোজই মৃতের সংখ্যা বাড়তে থাকায় উদ্বেগ বাড়াচ্ছে সরকারের। তাই এই মুহূর্তে একটাই উপায় বাড়ির বাইরে বের না হওয়া। দেশে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে কেরলে। সেরাজ্যে আক্রান্তের সংখ্যা ২৩৪। তবে যেভাবে এদেশে দিনদিন আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে তাতে চিন্তা বাড়ছে সরকারের। এদিকে আক্রান্ত দাসপুরের যুবককে চিকিৎসার জন্য কলকাতায় আনা হচ্ছে বলে খবর।
- সন্ধ্যা নামলেই ভূতের আতঙ্কে ভীত সন্ত্রস্ত এলাকাবাসীসন্ধ্যা নামতেই বাড়ির ছাদে অজানা শব্দ শোনা যেত। সেই শব্দ… Read more: সন্ধ্যা নামলেই ভূতের আতঙ্কে ভীত সন্ত্রস্ত এলাকাবাসী
- গৃহবধূকে পিটিয়ে খুনের অভিযোগখানাকুল থানার অন্তর্গত খুনিয়াচক গ্রামের মল্লিকপাড়া এলাকায় গৃহবধূকে পিটিয়ে খুনের… Read more: গৃহবধূকে পিটিয়ে খুনের অভিযোগ
- ঝুলন্ত পচাগলা মৃতদেহ উদ্ধারগোঘাটের নগড়া কৃত্তিবাসপুর এলাকায় ঝুলন্ত পচাগলা মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে… Read more: ঝুলন্ত পচাগলা মৃতদেহ উদ্ধার
- সরকারি ভাবে ডেঙ্গু সচেতনতা করলেও প্রদীপের নিচেই অন্ধকারপুজোর আগে ডেঙ্গির আতঙ্ক গোঘাটে। সরকারিভাবে ডেঙ্গি প্রসঙ্গে সচেতনতা বাড়াতে… Read more: সরকারি ভাবে ডেঙ্গু সচেতনতা করলেও প্রদীপের নিচেই অন্ধকার
- খুন হতে হল; বিবাহিত মহিলারা সাথে ভালোবাসার সম্পর্কের কারণেযুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে… Read more: খুন হতে হল; বিবাহিত মহিলারা সাথে ভালোবাসার সম্পর্কের কারণে