ভারতবর্ষে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা। এদিকে পশ্চিমবঙ্গেও আক্রান্তের সংখ্যা একদিনে লাফিয়ে পাঁচজন বেড়ে গেল। এদিন করোনা আক্রান্ত হয়েছেন একই পরিবারের ৫ জন। নিয়ে রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৫ জন। তবে সবথেকে উদ্বেগের বিষয় হল আক্রান্তদের মধ্যে কেউই বয়স্ক নয়।
আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ বয়স্ক রয়েছেন ৪৫ বছরের এক মহিলা। পাঁচজন আক্রান্তদের মধ্যে রয়েছেন এক ৯ মাসের শিশু, ৬ বছরের শিশু, একজনের বয়স ১১, ২৭ বছরের এক তরুণী ও ৪৫ বছরের মহিলা। জানা গেছে প্রত্যেকেই বিদেশে ছিলেন। সম্প্রতি তারা দিল্লি হয়ে কলকাতায় ফিরেছেন। ইতিমধ্যেই ভারতবর্ষে আক্রান্তের সংখ্যা ৯০০ জনের কাছাকাছি পৌঁছে গেছে। ভারতবর্ষের রোজই মৃতের সংখ্যা বাড়তে থাকায় উদ্বেগ বাড়াচ্ছে সরকারের। এদিকে দেশে রোজই গড়ে ১০০ জন করে ভারতবর্ষে আক্রান্ত হচ্ছেন মানুষ। কিন্তু এদিন ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ১৪৪ ছাপিয় গেছে। এদিকে প্রত্যেকটি রাজ্যের লকডাউন সফল করতে কড়া হাতে ময়দানে নেমেছে পুলিশ প্রশাসন। যদিও নতুন করে আক্রান্তের সংখ্যা কোনওভাবেই কমছে না। তাই এই মুহূর্তে একটাই উপায় বাড়ির বাইরে বের না হওয়া।