পরিয়ায়ীদের জন্য বিকল্প কাজ হিসেবে আপাতত নতুন উদ্যোগ নিল রাজ্য সরকার। পরিযায়ী শ্রমিকরা রাজ্যে ফিরে এলেই তাদের নানা কাজে লাগাবার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং।
একশো দিনের কাজের পাশাপাশি পরিযায়ী শ্রমিকদের তালিকাভুক্ত করে দৈনিক ২৯৯ টাকা মজুরিতে বিকল্প রোজগারের জন্য পরিকল্পনা করেছে রাজ্য সরকার। বিকল্প কাজের জন্য ট্রেনিং, প্রাথমিক খরচ, সবই জোগাবে রাজ্য পঞ্চায়েত দফতর। ইতিমধ্যেই এরজন্য ১৫০০ কোটি টাকা লোন নিচ্ছে রাজ্য পঞ্চায়েত দফতর। স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্ক থেকে এই লোন নিচ্ছে পঞ্চায়েত দফতরের অধীন সমন্বয় এলাকা উন্নয়ন পর্ষদ। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পুরুলিয়ায় ইতিমধ্যেই পরিযায়ী শ্রমিকদের নিয়ে শুরু হয়েছে পাইলট প্রকল্প।
জানা গেছে চাল ডালের বীজতলা তৈরীর জন্য সিড বেড, ভার্টিক্যাল কিচেন গার্ডেন বা খাড়াই শস্য মাচা (ঝিঙে , পটল , শশা চাষের জন্য), ফেলে দেওয়া জলের পাইপ, বোতলে চাষ বা হাইড্রোপনিক প্ল্যানটেশন । ছয় ফুট বাই তিন ফুট জমিতে মাছ চাষ৷ এই প্রকল্প গুলিতে যা উৎপাদন হবে তা সবই কিনে নেবে পঞ্চায়েত দফতর। এই ফসল বিক্রির দায় কোনওভাবে উৎপাদকের নয়। দফতরের দেখানো পথে চাষ করে তারা দৈনিক ২৯৯ টাকা করে পাবেন। পঞ্চায়েত দফতরের আশা এই চাষে মাসে পাঁচ হাজার টাকা আয় করবেন এক এক জন শ্রমিক। সবমিলিয়ে রাজ্যসরকারের এই উদ্যোগে খুশি সাধারণ মানুষ।