জেলা

বাইক নিয়ে অযথা বাড়ি থেকে বের হলেই গোলাপ ফুল ও মাস্ক দিচ্ছে পুলিস

লকডাউনেও অবাধ্য জনতা শবক শেখাতে পুলিশ হাত ধরল গান্ধীগিরির। লকডাউন ভেঙ্গে রাস্তায় নামা জনতাকে পুলিশ গোলাপ ফুল দিয়ে মাস্ক পরিয়ে গাড়িতে চিটিয়ে দিল ‘বাড়িতে থাকুন সুস্থ থাকুন’ লেখা স্টিকার।



লকডাউনের মাঝেও অবাধ্য জনতাকে কোনোভাবেই বাগে আনা যাচ্ছে না। প্রয়োজনে তো বটেই অপ্রয়োজনেও বহু মানুষ লকডাউন ভেঙ্গে বেরিয়ে পড়ছেন রাস্তায়। অবাধ্য এই জনতাকে এবার শবক শেখাতে গান্ধীগিরির হাত ধরল বাঁকুড়া ট্রাফিক পুলিশ। রবিবার বাঁকুড়া শহরের মাচানতলা মোড়ে প্রয়োজনে ও অপ্রয়োজনে বাড়ির বাইরে পা রাখা জনতাকে গোলাপ ফুল তুলে দেয় ট্রাফিক পুলিশ।বহুবার অনুরোধ করার পরেও যারা মাস্ক না পরেই বাড়ির বাইরে পা রেখেছেন তাঁদের হাতে পুলিশের তরফে তুলে দেওয়া হয় মাস্ক। স্যানিটাইজার দিয়ে সকলের হাত সাফাইও করা হয়। বাইক আরোহীদের উচিৎ শিক্ষা দিতে বাইকের সামনে পুলিশের তরফে ‘বাড়িতে থাকুন সুস্থ থাকুন’ এই স্লোগান লেখা স্টিকারও চিটিয়ে দেওয়া হয়।এরফলে সচেতনতা বৃদ্ধি পাবে বলে আশাবাদী পুলিশও।



Loading

Leave a Reply