জেলা

বাইরের লোকের যাতায়াত আটকাতে রাস্তায় ব্যারিকেড করে পাহারা এলাকার পুরুষ ও মহিলারা

এলাকার স্কুলে কোয়ারেন্টাইন সেন্টার করা হতে পারে, এই খবর ছড়িয়ে পড়তেই তীব্র আপত্তি জানিয়েছেন বর্ধমান শহরের বেচারহাট এলাকার বাসিন্দারা। তাই বাঁশ দিয়ে এলাকার প্রবেশপথ বন্ধ করে দিয়েছেন তাঁরা। এমনকী পালা করে পুরুষ ও মহিলারা রাত পাহারা দিচ্ছেন যাতে রাতের অন্ধকারে বাইরের কেউ ঢুকতে না পারে। বর্ধমান শহরের একপ্রান্তে বেচারহাটা এলাকা। এলাকাটি বাইপাস রোডের ধারে। এখানেই বাণীপীঠ গার্লস স্কুলে কোয়ারেন্টাইন সেন্টার তৈরি হওয়ার কথা রয়েছে। এলাকাবাসী জেনেছেন, যে ছটি স্কুলে কোয়ারেন্টাইন সেন্টার করা হবে এটি তার একটি। মূলত বাইরের রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকদের এখানে রাখা হবে। এতে তীব্র আপত্তি রয়েছেন বাসিন্দাদের একাংশের। তাদের বক্তব্য, এই স্কুলের ভিতর একটি মন্দির আছে। তার নিত্যপুজো করা হয়। শিশুরাও সেখানে যায়। এছাড়া বাইপাসের পাশে হলেও এটি ঘনবসতিপূর্ণ এলাকা। বাড়িঘর সব গায়ে গায়ে অবস্থিত। কিছু অসুস্থ বাসিন্দাও আছেন। তাই তাঁরা এই এলাকায় কোয়ারেন্টাইন সেন্টার করতে দেবেন না। গাড়ির প্রবেশ আটকাতে বাঁশের ব্যারিকেড করে দিয়েছেন। রাত জেগে পাহারা দিচ্ছেন যাতে রাতে কাউকে ওখানে নিয়ে না আসা যায়।

এই বিষয়ে জেলা শাসক বিজয় ভারতী বলেন, প্রশাসনের সিদ্ধান্ত আছে কোনও জনবহুল জায়গায় বা এলাকায় কোয়ারেন্টাইন সেন্টার করা হবে না। ওখানে কোয়ারেন্টাইন সেন্টার করার কোনও সিদ্ধান্ত হয়নি। মানুষ অযথা গুজব ছড়াচ্ছে।

Loading

Leave a Reply