জেলা

বাবার ৫ দিনের মৃতদেহ আগলে রইল ছেলে, চলল স্বাভাবিক জীবনযাপনও

মৃত বাবার পচাগলা দেহ পাঁচদিন ধরে আগলে রইল ছেলে। চলল স্বাভাবিক জীবনযাপন। গোটা ঘটনায় স্তম্ভিত এলাকার মানুষ। জানা গেছে,বাবা রবীন্দ্রনাথ ঘোষ যক্ষ্মায় আক্রান্ত ছিলেন। গত রবিবার তাঁর মৃত্যু হয়। তাঁর সঙ্গে থাকতেন ছোট ছেলে অজিত ঘোষ। বড় ছেলে থাকতেন কাছেই। সপ্তাহে একবার করে বাবার সঙ্গে দেখা করতে আসতেন তিনি। বৃহস্পতিবার বাড়িতে ঢোকার মুখে পচা গন্ধ পান মৃতের বড় ছেলে। ঘরে ঢুকে দেখেন মাটিতে পড়ে রয়েছে বাবার পচাগলা দেহ।

সঙ্গে সঙ্গেই তিনি পর্ণশ্রী থানায় খবর দেন। পুলিশ এসেও গোটা বিষয়টি দেখে চমকে যায়। জানা গিয়েছে, বড় ছেলে যখন বাড়িতে যান তখন অজিত ছিলেন না। দোকানে গিয়েছিলেন। পুলিশ জানিয়েছে, অজিত মানসিক ভারসাম্যহীন। কাজকর্ম করেন না। বাবার সঙ্গেই থাকতেন তিনি।

মনোবিদদের বক্তব্য, হয়তো নিঃসঙ্গতার আতঙ্কেই বাবাকে হারাতে চাননি অজিত। চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে পাঠানো হয়েছে। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ।

Loading

Leave a Reply