বাবা পূর্ত দপ্তরের অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার। মা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা। এই শিক্ষিত সম্ভ্রান্ত পরিবারের ছেলে নিজেও রেলের চাকরি করে। কিন্তু সেই ছেলেই ফ্লাটের দরজা ভেঙে চুরি করতে গিয়ে ধরা পড়ল। ধৃত ওই রেলকর্মী সৌমাল্য চৌধুরী বর্তমানে খড়্গপুরে কর্মরত। সচ্ছল পরিবারের ছেলে হয়েও চুরির ঘটনায় জড়িত থাকার বিষয়ে হতবাক পুলিশের আধিকারিকরা। আসানসোল দক্ষিণ থানার পুলিশ ফ্লাটের দরজা ভেঙে চুরির ঘটনায় তদন্ত নেমে দুজনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে রয়েছে ওই রেল কর্মী সৌমাল্য। ঘটনার কথা তার বাবা-মাকে জানানোর পর তাঁরা বিস্ময় প্রকাশ করেছেন।
জানা গেছে ১৪ ফেব্রুয়ারি এসবি গড়াই রোডে হরে রামশংকর ম্যারেজ হল সংলগ্ন রশ্নি অ্যাপার্টমেন্টের চুরি হয়। ওইদিন সন্ধ্যায় ফ্লাটের মালিক তাঁর স্ত্রীকে নিয়ে বাজারে গিয়েছিলেন। রাতে ফিরে দেখেন দরজার তালা ভাঙা। ঘরে আলমারি থেকে লক্ষাধিক টাকার গয়না ও কুড়ি হাজার টাকা গায়েব। ঘটনায় থানায় অভিযোগ দায়ের হওয়ার পর তদন্তে নামে পুলিশ। তদন্ত করে সৌমাল্য সন্ধান পায় তারা। মঙ্গলবার তাকে আটক করা হয়। প্রাথমিক জেরা করে পুলিশ নিশ্চিত হয় চুরির ঘটনা সেই ঘটিয়েছে। পুলিশ জানিয়েছে জেলায় সৌমাল্য জানিয়েছে, চুরির সোনা স্টেশন রোডের একটি দোকানে বিক্রি করে সৌমাল্য। পুলিশ সেই দোকানের মালিককে আটক করে তল্লাশি চালায়। দোকান থেকে লুটের সোনা পাওয়া যায। এরপরে তাদের গ্রেপ্তার করা হয়। জেরায় সৌমাল্য জানিয়েছে, মূলত নেশার কারনেই সে চুরি করত। চুরি করতে তার ভালো লাগত। যদিও তার বাবা মা ছেলের কীর্তি সম্পর্কে জানতেন না। পুলিশ সূত্রে খবর প্রথম নিজের বাড়িতে সে চুরি করেছিল।