দেশ

বাবা লকডাউন ভাঙায় থানায় এফআইআর ছেলের। গ্রেপ্তার বাবা

করোনা পরিস্থিতি মোকাবিলার জন্য ভারত সরকার নানান উদ্যোগ গ্রহণ করছেন। এর মধ্যে অন্যতম হলো প্রধানমন্ত্রী 14 ইএপ্রিল পর্যন্ত 21 দিনের লকডাউন ঘোষণা। অনেকেই লকডাউন নির্দিষ্টভাবে মানছেন, আবার কেউ কেউ লকডাউন ভেঙে বারবার রাস্তায় বের হচ্ছেন। পুলিশ প্রশাসন বারবার সচেতন করেও কিছু মানুষকে বাড়ির মধ্যে আটকে রাখতে ব্যর্থ হচ্ছেন। মানুষকে সজাগ করতে যথেষ্ট করা আইন নিয়ে আসা হয়। লকডাউন ভাঙলে দীর্ঘদিনের জেল পর্যন্ত হতে পারে বলে প্রশাসনের তরফ থেকে জানানো হয়। তারপরেও অনেকেরই লকডাউন ভাঙ্গার প্রবণতা ক্রমেই বেড়ে চলেছে।

এবার বাবাকে সচেতন করার জন্য তার বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন পুত্র। ছেলের অভিযোগের ভিত্তিতে পুলিশ বাবাকে গ্রেপ্তারও করেছে। ঘটনাটি দিল্লির।দক্ষিণ পশ্চিম দিল্লির রাজৌরির বাসিন্দা বীরেন্দ্রর লকডাউনের মধ্যে ঘরের মধ্যে বসে থাকতে ভাল লাগত না রাস্তায় বেরিয়ে খানিকক্ষণ ঘুরে না এলে ঠিক মনে শান্তি হত না তার। আর এটাই না পসন্দ ছিল তার ছেলে অভিষেকের।লকডাউনের মধ্যে বাবা বাইরে বেরিয়ে করোনা সংক্রমণে পড়তে পারে এই ভয়ে সোজা পুলিশকে অভিযোগ জানান তিনি। বাবা রাস্তায় বেরতেই বসন্ত কুঞ্জ থানায় ফোন করেন অভিষেক।

সঙ্গে সঙ্গে পুলিশ তাদের বাড়িতে আসে। বাড়ির বাইরেই বাবা ও ছেলের সঙ্গে দেখা হয় তাদের। সেখানে বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্বাভাবিক দৃষ্টিতে অনেকেই ছেলের অতিরিক্ত পাকামোয় বিরক্তি প্রকাশ করলেও প্রশাসনের পক্ষ থেকে অভিষেককে ধন্যবাদ জানানো হয়েছে। প্রতিটি সচেতন নাগরিকের এই ভূমিকা পালন করা উচিত বলে মনে করছেন বিশিষ্টজনেরা। এভাবেই যদি প্রত্যেকে সতর্ক না হয় তাহলে আগামী দিন দেশকে রক্ষা করা কঠিন হয়ে দাঁড়াবে বলে মত বিশেষজ্ঞদের।

Loading

Leave a Reply