জেলা

বারুইপুর উত্তর ভাগের মধ্যবিত্তের ঘরের ছেলে ,পাশে দাঁড়ালেন অসহায় মানুষের ত্রাণ তুলে দিলেন ১৹৹ পরিবারে হাতে।

বারুইপুর উত্তর ভাগের মধ্যবিত্তের ঘরের ছেলে ,পাশে দাঁড়ালেন অসহায় মানুষের ত্রাণ তুলে দিলেন ১৹৹ পরিবারে হাতে। করোনা আতঙ্কে সারা দেশ জুড়ে লকডাউন চলছে।দেশের মানুষ কবে এই কঠিন পরিস্থিতি কাটিয়ে উঠবে কে জানে। কঠিন পরিস্থিতিতে দুই ২৪ পরগণায় হটস্পট জারি করেছে। সারা দেশের মানুষ আজ ঘর বন্দি। এই অবস্থায় বিপদে মধ্যে পড়েছে দেশের গরিব মানুষ। আর সেইসব গরিব মানুষের পাশে দাঁড়িয়ে একটাই কথা বললেন বারুইপুর ব্লকের উত্তর ভাগের বাসিন্দা শংকর নস্করের অসহায় মানুষকে সাহায্য।তেমনি শংকর বাবুর উদ্যোগে আজ 100 টি পরিবারের দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে চাল,আলু ,পেঁয়াজ, ডিম, সাবান ও মাস্ক হাতে তুলে দিলেন।এবং তিনি রাস্তা দাঁড়িয়ে সবার কাছে হাত জোরকরে অনুরোধ করলেন আপনারা ঘরে থাকুন, আমরা আপনাদের বাড়ি বাড়ি গিয়েচাল ডাল আলু পৌছে দেবো।



দয়া কোরে আপনাদের বাইরে এসে আর নিতে হবে না। শংকর বাবু আরো বলেন আমার মত মধ্যবিত্ত ঘরের যাদের সামর্থ্য আছে তারা যদি অসহায় মানুষগুলির পাশে দাঁড়ায় অনেকটা রেহাই পাবে উত্তর ভাগের বাসিন্দারা। আমাদের প্রধানমন্ত্রী ,মুখ্যমন্ত্রী ও পুলিশ প্রশাসন যেভাবে রাস্তায় নেমে খাটছে, শুধু আপনাদের জন্য। এই কঠিন ভাইরাস যাতে আপনাদের ভিতরে প্রবেশ কোরতে না পারে। আমরা সবাই মিলে এক হোয়ে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী ও পুলিশ প্রশাসনের কথা মনে চলি তাহোলে এই সক্রমনের হাত থেকে বাঁচতে পারবো।




Loading

Leave a Reply