জেলা

বার্নপুরে এটিএমে টাকা ভরার সময় গুলি চালিয়ে দুঃসাহসিক ডাকাতি

বার্নপুরের ব্যস্ততম এলাকা রিভারসাইড রোড। রাত তখন 8:15। রাস্তার ধারে রয়েছে এএসবিআইএর এটিএম। ওইসময় এটিএমেরর সামনে দাঁড়াল টাকা নিয়ে আসা গাড়ি। সংশ্লিষ্ট কর্মীরা ওই এটিএমে টাকা ভরার জন্য শাটার নামালেন। তারপরেই গুলির শব্দ। বাইরে নিরাপত্তারক্ষীর থাকার কথা থাকলেও তাকে অবশ্য দেখা যায়নি। বাইকে করে দিন দুষ্কৃতী গুলি চালাতে চালাতে এটিএমের শাটার তুলল। সেই সময়ে এক কর্মী হাতে টাকার ব্যাগ নিয়ে এটিএমের মেশিনে টাকা ভরতে উদ্যত হয়েছিলেন। দুষ্কৃতীরা তার হাত লক্ষ্য করে চালাল গুলি।

তারপর সহজেই টাকার ব্যাগ ছিনিয়ে চম্পট দিল বাইকে আসা ওই দুষ্কৃতীরা। যাওয়ার সময় একনাগাড়ে শূন্যে গুলি ছুঁড়তে থাকে তারা। ভরসন্ধ্যায় গুলির আওয়াজে কার্যত হতচকিত হয়ে যাবে এলাকার বাসিন্দারা। তারপর এটিএম লুটের খবর ছড়িয়ে পড়তেই এলাকাজুড়ে আতঙ্ক দেখা দেয়। গুলি করে লুটের ঘটনার খবর পেয়ে পুলিশের পদস্থ কর্তারাও ঘটনাস্থলে হাজির হন। সঙ্গে সঙ্গে শুরু হয় সীমানায় নাকা চেকিং। কারণ ওই এলাকা থেকে বর্ডার ক্রস করলেই ঝাড়খণ্ড এবং অন্যদিকে রয়েছে পুরুলিয়া জেলার বর্ডার। সমস্ত থানাকে সতর্ক করা হয়। দুষ্কৃতীদের গতিবিধির ওপর নজর রাখতে এটিএমের সিসিটিভি ফুটেজও চেক করে পুলিশ। যদিও এখনো পর্যন্ত দুষ্কৃতীদের খোঁজ মেলেনি। তবে রাত আটটা নাগাদ ব্যস্ততম এলাকায় এই ঘটনা নিয়ে শোরগোল পড়েছে শহরে।

Loading

Leave a Reply