স্প্যানিশ সুপার কাপে অপ্রত্যাশিতভাবে আতলেতিকো মাদ্রিদ এর কাছে হেরে যাওয়ার পর এই বার্সেলোনার কোচ অ্যান্তনিও ভালভার্দের ভবিষ্যৎ সঙ্কটে পড়েছে। এমনকি বার্সেলোনা কর্তৃপক্ষ এদিনের হারের পর ভারতের ওপর ভরসা হারিয়েছেন বলে শোনা যাচ্ছে। এমনকি কয়েক দিনের মধ্যেই বার্সেলোনাতে ভালভার্দের ভবিষ্যৎ স্থির হয়ে যাবে বলেও জল্পনা উঠেছে। ভালবার্দে নিজেও দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েছেন ঘনিষ্ঠমহলে। আর এই জল্পনার মাঝেই বার্সেলোনার পরবর্তী কোচ হিসেবে নতুন নাম ভাসতে চলেছে।
বার্সেলোনার পরবর্তী কোচ কী হচ্ছেন জাভি হার্নান্ডেজ! এই নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে। যদিও বার্সেলোনা কর্তৃপক্ষের তরফে সরকারিভাবে এ নিয়ে কিছু জানানো হয়নি। তবে বিশেষ সূত্রে জানা গেছে, দোহায় গিয়ে জাভির সঙ্গে আলোচনায় বসেছিলেন বার্সেলোনার কর্তৃপক্ষের বেশ কয়েকজন কর্তা। একান্ত আলোচনায় বার্সেলোনার প্রসঙ্গ উঠে এসেছে। পরের মরশুমের কথা ভেবে কোচ হিসেবে তার নাম পরিকল্পনা করা হচ্ছে বলেও জানা গেছে। প্রসঙ্গত জাভির সঙ্গে সম্পর্ক অত্যন্ত নিবিড় ছিল বার্সেলোনার। টিমের স্বর্ণযুগের অন্যতম অংশ ছিলেন জাবি। টানা ১৭বছর ক্লাবে খেলছেন। এমনকী গুয়ার্দওলার আমলেও তিনি টিমের ক্যাপ্টেন ছিলেন। বার্সেলোনা টিমের অন্যতম স্তম্ভ ছিলেন এই স্প্যানিশ মিডফিল্ডার। জাবির জন্য বার্সেলোনার সমর্থকদের ভালোবাসাও হয়েছে প্রচুর। তাই জাভিকে কোচ হিসেবে নিয়োগ করলে সমর্থকদেরও যথেষ্ট সমর্থন পাবেন তিনি। তবে এখনো টিম ম্যানেজমেন্টের তরফে কোচ বদল নিয়ে তেমন কোনও আবাস দেওয়া হয়নি।