বাড়ির লোকের অনুপস্থিতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল এক একদশ শ্রেণীর ছাত্রী। এই ঘটনার পরেই চাঞ্চল্য ছড়িয়েছে ঝাড়্গ্রাম জেলার বেলপাহাড়ী থানার রাঙামেটিয়া গ্রামে। পুলিশ জানিয়েছে মৃত ওই স্কুল ছাত্রীর নাম সঞ্চিতা বিশুই ( ১৮)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে রবিবার বাড়ির লোকেদের অনুস্থিতিতে সে নিজের বাড়িতে গালায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে। ছাত্রীর পরিবারের অভিযোগ সম্প্রতি ওই ছাত্রীকে কিছু ছেলে বিদ্যালয় যাতায়াতের পথে উত্যক্ত করছিল।তাই নিয়ে আত্মীয়, পরিজনেররা গুঞ্জন ছড়িয়েছিল বলে অভিযোগ।আর এই নিয়ে মানসিক যন্ত্রনায় ছিল সে বলে জানিয়েছেন ছাত্রীটির পিতা।
এদিন সোমবার ঝাড়গ্রাম হাসপাতালের মর্গের সামনে ছাত্রীটির বাবা শ্যামল বিশুই সংবাদ মাধ্যমকে জানান “ আমারা পরিবারের লোক জন মেয়েকে কোন কিছু বলিনি। মেয়ে কে যাতায়াতের পথে কিছুদিন ধরে কয়েক জন ছেলে উত্যক্ত করছিল।তাই নিয়ে নানা কথা বলছিল আত্মীয় পরিজনেরা।ও খুবই মানসিক কষ্টে ছিল।আমার মেয়ে খুবই ভাল ।রবিবার প্রায় সাড়ে দশটা নাগাদ বাড়িতে আমরা কেউ ছিলাম না ।ঘর ফাঁক ছিল।সেই সময় ও গলায় ফাঁস লাগায়। আমরা পুলিশকে জানিয়েছি।” এদিকে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বেলপাহাড়ী থানার পুলিশ।