মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পরই করোনা পরিস্থিতির মধ্যেই এ রাজ্যের বিভিন্ন অংশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ‘পরিযায়ী’ শ্রমিকদের বাড়িতে ফিরিয়ে আনার উদ্যোগ নিল প্রশাসন। শনিবার রাতে এরকমই ৪০টিরও বেশী বাস বোঝাই পরিযায়ী শ্রমিক বাঁকুড়ায় এসে পৌঁছায়। ওই পরিযায়ী শ্রমিকরা জানিয়েছেন, তারা ওন্দার পুনিশোল সহ খাতড়া মহকুমা এলাকার সিমলাপাল, রাইপুর, সারেঙ্গা, রানীবাঁধ, ইন্দপুর এলাকা থেকে চাষের কাজে হুগলির সিঙ্গুর, চণ্ডিতলা সহ অনান্য এলাকায় গিয়েছিলেন। নিজেদের এলাকায় সেভাবে কর্মসংস্থানের সুযোগ না থাকায় ফি বছর তারা সপরিবারে হুগলি-বর্ধমান জেলায় ‘পূব খাটতে’ যান।
কিন্তু এবছর করোনার উপস্থিতি ও তার জেরে লকডাউন সব ওলটপালট করে দিল। কাজ বন্ধ রেখে ওই সব জায়গাতেই তারা আটকে ছিলেন। তবে প্রশাসনিক সহযোগিতায় তারা প্রত্যেকেই খুশি বলে জানিয়েছেন। কিন্তু এই অবস্থা ও ব্যবস্থায় খুশি নন ওই পরিযায়ী শ্রমিকদের এলাকার মানুষজনদের একাংশ।তাদের নিজেদের বাড়িতে না রেখে আপাতত ১৪ দিন কোয়ারেন্টাইনে রাখার দাবি জোরালো হচ্ছে।