দিনদিন লাগামছাড়া দূষণে আবদ্ধ হয়ে পড়ছে শহর কলকাতা। মহানগরীর দূষণ অনেকাংশে দিল্লি কেউ ছাপিয়ে যাচ্ছে। তাই এবার বায়ু দূষণে লাগাম টানতে শহরে ফুটপাত বাড়ানোর উদ্যোগ নিতে চলেছে রাজ্য সরকার। কলকাতা ও হাওড়ার বায়ু দূষণ সংক্রান্ত মামলায় জাতীয় পরিবেশ আদালতে হলফনামা দিয়ে রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা জানিয়েছেন, চলতি মাসেই কলকাতায় ১২ কিলোমিটার নতুন ফুটপাত তৈরি করবে পুরসভা। এছাড়া আরও ৪৯.৫ কিলোমিটার দীর্ঘ ফুটপাত সংস্কারের কাজ শেষ করা হবে। হাওড়াতে জানুয়ারি মাসের মধ্যেই ৮কিলোমিটার নতুন ফুটপাত তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এমনকী সেই কাজ দ্রুত শেষ করার নির্দেশ জারি করা হয়েছে। দুই শহরের বায়ু দূষণ নিয়ে মামলা করেছিলেন পরিবেশ কর্মী সুভাষ দত্ত।
দূষণের বিভিন্ন উৎসের মধ্যে রাস্তার ধুলো ও যানবাহনের ধোঁয়া বড় কারণ হিসেবে বারবার উঠে এসেছে। আদালত নিযুক্ত কমিটির বক্তব্য, কলকাতা ও হাওড়ার বিভিন্ন জায়গায় যানজটের কারণে অত্যাধিক দূষণ ছড়াচ্ছে। এর বড় কারণ হল বেহাল দশা ফুটপাতের। অধিকাংশ ক্ষেত্রেই পথচারীরা রাস্তায় নেমে পড়ায় যানজট বাড়ছে। তাই পথচারীদের গতিশীল করতে ফুটপাত বাড়ানোর লক্ষ্যে শহরের কয়েকটি জায়গায় হকার উচ্ছেদের পরিকল্পনা করেছে পুরসভা।
নবান্নের শীর্ষ স্তর থেকে ফুটপাত ফেরাতে পুলিশ পুরসভা ও পরিবহণ দপ্তরকে প্রয়োজনীয় সব রকম নির্দেশ দেওয়া হয়েছে। নবান্ন সূত্রে জানা গেছে, এই মুহূর্তে শহর কলকাতার ফুটপাতের দৈর্ঘ্য ৭৯১ কিলোমিটার। প্রায় এক লক্ষ নব্বই হাজার হকার রয়েছেন ফুটপাতে। হাওড়ায় রয়েছে মাত্র ১২কিলোমিটার ফুটপাত। বেশ কয়েক বছর আগে শহরের ব্যস্ততম মোড় লাগোয়া ৫০ ফুটের মধ্যে হকার বসতে না দেওয়ার উদ্যোগ শুরু হয়েছিল। কলকাতা পুলিশ ৫৮ টি গুরুত্বপূর্ণ মোড় চিহ্নিত করেছিল। কিন্তু সেই কাজ বাস্তবে তেমনটা এগয়নি। তাই এবার ফুটপাত বাড়ানোর ক্ষেত্রে কড়া তৎপরতা নিতে চলেছে রাজ্য সরকার।