রাজ্য

বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ রাজ্যসভায় পাঁচ চূড়ান্ত প্রার্থী মনোনীত হলো।

রাজ্যসভা ভোটে নির্দল প্রার্থী দীনেশ বাজাজের মনোয়নপত্র বাতিল করে দিল নির্বাচন কমিশন। তবে তৃণমূল প্রার্থী মৌসম বেনজির নুরের যে মনোনয়ন নিয়ে যে ত্রুটির অভিযোগ উঠেছিল, তাও অবশ্য গৃহীত হল না। স্বাভাবিকভাবে পঞ্চম আসনে ভোট হচ্ছে না। বাংলা থেকে রাজ্যসভায় যাচ্ছেন তৃণমূলের চার প্রার্থী সুব্রত বক্সি, মৌসম নুর, অর্পিতা ঘোষ, দীনেশ ত্রিবেদী এবং বাম-কংগ্রেস জোট প্রার্থী হতে হিসাবে যাচ্ছেন বিকাশরঞ্জন ভট্টাচার্য।

এদিন দীনেশের বিরুদ্ধে অভিযোগ ওঠে, মনোনয়নে প্রথম শ্রেণির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের যে সিলমোহর লাগাতে হয়, তিনি তা করেননি। আর মৌসমের বিরুদ্ধে জোড়া অভিযোগ ওঠে। এক, পাসপোর্ট এবং মনোয়নপত্রে দু’রকম নাম রয়েছে তাঁর। প্রয়াত প্রাক্তন রেলমন্ত্রী আবু বরকত গনিখান চৌধুরীর ভাগ্নির নাম পাসপোর্টে রয়েছে ‘মৌসম বেনজির নুর।’ মনোনয়নপত্রে রয়েছে ‘মৌসম নুর।’ সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে মনোনয়নপত্র জমা দেওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে প্রার্থীর বিরুদ্ধে কী কী ফৌজদারি মামলা রয়েছে তা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপলোড করতে হয়। অভিযোগ, মৌসম তা নির্দিষ্ট সময়ে করেননি বলেও অভিযোগ জানায় বাম-কংগ্রেস। কিন্তু এদিন তৃণমূলের প্রাক্তন বিধায়ক দীনেশের মনোনয়ন বাতিল হলেও গৃহীত হল মৌসমের মনোনয়ন।

Loading

Leave a Reply