করোনা পরিস্থিতি নিয়ে কয়েকদিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদলীয় বৈঠক করেছিলেন। সেই বৈঠকে সিপিএম বিজেপি সহ সব দলের নেতৃত্বে উপস্থিত ছিলেন। সেখানে প্রত্যেকেই সরকারকে সাহায্যের আশ্বাস দিয়েছিলেন। রাজ্যের সংকটকালীন পরিস্থিতিতে প্রশাসনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছেন রাজ্যের প্রায় সব রাজনৈতিক দলই। এই পরিস্থিতিতে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু মুখ্যমন্ত্রী কে সাক্ষাৎ করার সময় চেয়ে চিঠি দিয়েছিলেন। এ খবর আজ বাংলায় প্রথম প্রকাশ করেছিল।
জানা যাচ্ছে আজ বিকেল তিনটে নবান্নে বাম প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য রাজ্যে ক্ষমতা বদলের বছরেই ঘরছাড়া বাম কর্মীদের ঘরে ফেরানোর উদ্দেশ্যে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে একবার সাক্ষাৎ করেছিলেন বিমান বাবু। এবারের সাক্ষাৎ অবশ্য কোনো রাজনৈতিক কারণে নয়। একেবারেই করোনা পরিস্থিতি নিয়ে বলেই আলিমুদ্দিন সূত্রে জানা গেছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত সুনির্দিষ্ট অভিযোগ তাদের কাছে এসেছে সেই বিষয়গুলি নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করতে চান বিমান বসুরা। জানা যাচ্ছে প্রতিনিধি দলে ১০ জন সদস্য উপস্থিত থাকতে পারেন। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীকে যে যে বিষয়গুলির বলবেন তা নির্দিষ্ট করা হয়েছে। অন্যদিকে ইতিমধ্যেই অনুজ শর্মা কে বামেদের যুব সংগঠন ডিওয়াইএফআই লিখিতভাবে জানিয়েছেন এই ভয়ঙ্কর উদ্ভূত পরিস্থিতিতে তারা রাজ্যে ভলেন্টিয়ার হিসাবে কাজ করতে চাই বলে।সব মিলিয়ে আজ বৈঠকে বামেরা রাজ্যে উদ্ভূত পরিস্থিতিতে সদর্থক বার্তা দেবেন বলেই মনে করা হচ্ছে।