সংশোধিত নাগরিকত্ব আইন ইস্যুতে এমনিতেই সরগরম সারা ভারতবর্ষ। এই পরিস্থিতিতে অসমের গুয়াহাটিতে অনুষ্ঠিত হতে চলা চলো খেলো ইন্ডিয়া ইউস গেমসের উদ্বোধনে উপস্তিত থাকছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে গিয়ে বিক্ষোভের মুখে পড়ার ভয়েই অসম সফর বাতিল করলেন মোদি। ১০ জানুয়ারি খেলো ইন্ডিয়া গেমসের উদ্বোধন করার কথা ছিল তাঁর। এ ব্যাপারে গেমসের সিইও জানিয়েছেন, তাঁরা প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু তাঁর আসা নিয়ে নিশ্চিত করে কিছু বলা হয়নি।
তবে বেসরকারি সূত্রে জানা গিয়েছে তিনি আসছেন না। প্রসঙ্গত সংশোধিত নাগরিকত্ব আইন ইস্যুতে অসমের বিভিন্ন জায়গায় বিক্ষোভ চলছে। বেশিরভাগ জায়গায় বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছে অল অসম স্টুডেন্ট ইউনিয়ন (অাসু)। তাই প্রধানমন্ত্রী গেমসের উদ্বোধনে এলে তাঁকে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করা হবে বলে আগেই হুঁশিয়ারি দিয়েছিল আসু। গত দুবছর ধরে এনআরসি ইস্যুতে লাগাতার বিক্ষোভ চলছে অসমে। সিএএ পাশ হওয়ার পর সেই বিক্ষোভ চরম আকার নেয়। অনেক হিংসাত্মক ঘটনাও ঘটে। পুলিশের গুলিতে চারজনের মৃত্যু হয় বলেও অভিযোগ। এই পরিস্থিতিতে অসমে ১০-২২ জানুয়ারি খেলো ইন্ডিয়া গেমসের আসর বসতে চলেছে। তাই এটির উদ্বোধনের কথা থাকলেও বিক্ষোভ এড়াতে সফর বাতিল করলেন প্রধানমন্ত্রী। এর আগে ডিসেম্বরে একই কারণে উত্তর পূর্বাঞ্চলীয় সফর বাতিল করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।