এ রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই শুরু হয়েছিল নামবদলের রাজনীতি। এবার সেই ধারা বজায় রাখলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। দুদিনের রাজ্য সফরে গতকাল প্রধানমন্ত্রী কলকাতায় আসেন। বিমানবন্দরে নামার পর থেকেই গো ব্যাক, কালো পতাকা দেখিয়ে প্রবল বিক্ষোভ শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। আজ সকালে বেলুড় থেকে জলপথে কলকাতায় আসেন প্রধানমন্ত্রী।
তারপর যোগ দেন পোর্ট ট্রাস্টের একটি অনুষ্ঠানে। ওই অনুষ্ঠানে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন রাজ্যের রাজ্যপাল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজ একই মঞ্চে উপস্থিত থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি অনুষ্ঠানে যোগ দেননি। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ঘোষণা করেন কলকাতা বন্দর, নাম পরিবর্তন করে এবার থেকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় নামে পরিচিত হবে। প্রধানমন্ত্রীর ঘোষানার পরই শুরু হয়েছে বিতর্ক। দীর্ঘদিনের ঐতিহ্যবাহী নাম পরিবর্তন শুরু হয়েছে আগেই। অনেকেই বলছেন কলকাতার একাধিক জায়গার নাম মমতা বন্দ্যোপাধ্যায় পরিবর্তন করে দিয়েছিলেন। তার ফলে সাধারণ মানুষকে ভুগতে হয়েছে। এবার সেই ধারা বজায় রাখলেন প্রধানমন্ত্রীও।