জেলা

বিজেপির কেউ ঝামেলা করতে এলে গোরু পেটানোর মতো করে পেটানোর নিদান অনুব্রতর

বিজেপির কেউ ঝামেলা করতে এলে গোরু পেটানোর মতো পেটানোর নিদান দিলেন অনুব্রত মণ্ডল। বৃহস্পতিবার আউশগ্রামের ছোড়া হাট তলায় তৃণমূলের সিএএ, এনপিআরআর, এনআরসি বিরোধী সভায় কর্মী-সমর্থকদের উদ্দেশে এমনই বার্তা দেন বীরভূমের জেলা সভাপতি তথা আউশগ্রামের তৃণমূল পর্যবেক্ষক অনুব্রতবাবু। এদিনের জনসভায় তিনি বলেন, কিছুদিন আগে এখানে বিজেপির সঙ্গে ঝামেলা হয়েছিল।

বিজেপির কথা শুনে কেউ ঝামেলা করবেন না। যদি কেউ ঝামেলা করতে আসে তাদের গোরু পেটানোর মতো করে পেটান। আমরা আছি, ভয় পাওয়ার কিছু নেই। তবে পরক্ষণেই অবশ্য কর্মী-সমর্থকদের সতর্ক করে বলেন, কেউ নিজের হাতে আইন তুলে নেবেন না। ঝামেলা করলে পুলিশ প্রশাসনকে জানান। বিডিওকে জানান। ব্যবস্থা নেবে। দিল্লির হিংসা প্রসঙ্গে তিনি বলেন, দিল্লিতে হিংসায় এত মানুষের প্রাণ গেল, অথচ দেশের প্রধানমন্ত্রী কোনও দুঃখ প্রকাশ করে বিবৃতি দিলেন না। তিনি বলতে পারলেন না দিল্লির ঘটনার জন্য হোলি খেলব না। মৃতের আত্মার শান্তি কামনায় আমি দুঃখ প্রকাশ করছি।

এতে মানুষ তোমাকে ভালো বলত। প্রধানমন্ত্রী দেশের গরিব মানুষদের শেষ করে দেওয়ার রাস্তা ধরছেন। প্রধানমন্ত্রী মানুষের উন্নয়ন করতে জানেন না। দেশের মানুষের কথা ভাবেন না। তিনি আরও বলেন, আমরা জানি কীভাবে বধ করতে হয়। কীভাবে বশ করতে হয়। আমরা পশ্চিমবঙ্গে কোনও ভাবেই এনআরসি হতে দেব না।

Loading

Leave a Reply