কাঁচরাপাড়া, হালিশহর, নৈহাটি গারুলিয়া একের পর এক পুরসভা তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হওয়ার পর তা পুনর্দখল করে তৃণমূল। গেরুয়া শিবিরের হাত থেকে এই পুরসভাগুলিকে ছিনিয়ে নেয় বাংলার শাসক দল। সম্প্রতি তৃণমূলের হাত থেকে ছাড়া যাওয়া দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ পুনর্দখল করে তৃণমূল কংগ্রেস। একমাত্র পুরসভা ভাটপাড়া ও বৃহস্পতিবার আস্থা ভোটের মাধ্যমে পুনর্দখল করল তৃণমূল কংগ্রেস আজ। পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা ভোট ছিল। ১৯-০ ভোটে জয়ী তৃণমূল। বিজেপির দাবি, ভাটপাড়া পৌরসভার পৌর প্রধান সৌরভ সিংহ নিয়ম ভেঙে আস্থাভোট করেছে। অন্যদিকে তৃণমূলের চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা হয়েছিল আইন অনুসারে ১৫ দিনের মেয়াদ শেষ হওয়ার পরেও পুরপ্রধান বৈঠক ডাকেন নি। তাই তৃণমূলের তিন কাউন্সিলের বৈঠক ডাকেন। সরকারিভাবে নিয়মভঙ্গের কোন কথাই নেই।
উল্লেখ্য, লোকসভা নির্বাচনের পর থেকেই রাজ্যের বিভিন্ন পুরসভা দখল করে নেয় গেরুয়া শিবির। কিন্তু প্রথম থেকেই তৃণমূল কংগ্রেস দাবি করে আসছিল হয়তো ভুল বোঝাবুঝির কারণে হাতছাড়া হচ্ছে পুরসভা, তারা পুনরায় দখল করবে। ভাটপাড়া পৌরসভা দখলের ঘটনায় তা আবারও প্রমাণ হল। রাজনৈতিক ওয়াকিবহাল মহলের একাংশ বলছেন এটা পিকে ম্যাজিক।