দেশ

বিজেপি ছাড়ার ইঙ্গিত নেতাজি পৌত্র চন্দ্র বসুর

কয়েকদিন ধরেই নিজের দলের গাইডলাইনের বাইরে গিয়ে বেশ কিছু মন্তব্য করছিলেন নেতাজি পৌত্র তথা বিজেপির অন্যতম সহ-সভাপতি চন্দ্রকুমার বসু। এ বছরও নেতাজির জন্মদিনকে দেশপ্রেম দিবস হিসেবে ঘোষণা না করে কেন্দ্রের মোদি সরকার একটি মারাত্মক ভুল করল বলে মনে করেন চন্দ্রবাবু। বৃহস্পতিবার সুভাষচন্দ্রের ১২৪ তম জন্মদিন উপলক্ষে নিজের তৈরি ওপেন প্ল্যাটফর্ম ফর নেতাজি সহ বিভিন্ন সংগঠনের অনুষ্ঠানে যোগ দেওয়ার পর এ ব্যাপারে নিজের ক্ষোভ চেপে রাখতে পারলেন না তিনি।

তবে শুধু ক্ষোভ ব্যক্ত করাই নয়, দেশপ্রেম দিবস ঘোষণা বা নেতাজি অন্তর্ধান রহস্য উদঘাটনে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন, ইত্যাদি দাবি না মানলে বিজেপি ত্যাগ করার ইঙ্গিত দিয়েছেন তিনি। নেতাজির আদর্শে চলেন বলে নাগরিকত্ব আইন নিয়েও তিনি সরকারের সঙ্গে একমত না হওয়ায় গেরুয়া শিবির ছাড়ার কথা মাথায় রেখেছেন। একইসঙ্গে তিনি তৃণমূলে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিয়েছেন। নাগরিকত্ব আইন নিয়ে তিনি বলেন, নেতাজি ছিলেন একজন আদর্শ ধর্মনিরপেক্ষ ব্যক্তিত্ব। বিভাজনের রাজনীতির বিরোধী ছিলেন তিনি। তাই আমার পক্ষে এই ধরনের আইনকে সমর্থন জানানো অসম্ভব বলে দাবি করেছেন। তাই সব মিলিয়ে তার দলে থাকার বিষয়টি নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে বলে তিনি দাবি করেন।

Loading

Leave a Reply