এনআরসি নিয়ে একদিকে অনেকটাই ব্যাকফুটে বিজেপি! তারমধ্যে সামনেই রাজ্যে পৌর নির্বাচন। এই নির্বাচনের কথা মাথায় রেখে দলীয় কর্মীদের মনোবল বাড়াতে যখন বিজেপির রাজ্য সভাপতি প্রতিদিনই কোন না কোন সভা থেকে ২০২১এ রাজ্যে ক্ষমতায় আসার ভবিষ্যদ্বানী দিচ্ছেন; ঠিক তখনই দলীয় নেতার আচরনে ক্ষুদ্ধ দলের মহিলা নেত্রীরা। দ্বিধাবিভক্ত শ্রীরামপুর সাংগঠনিক জেলার রিষড়া মন্ডল বিজেপি। এই মন্ডলের মহিলা মোর্চার সভানেত্রী অপর্ণা গোস্বামী সহ অন্যান্য মহিলা কর্মীরা সম্প্রতি রিষড়া মন্ডলের বিজেপি সভাপতি বিজয় পান্ডেকে রাস্তায় জুতোপেটা করে বলে দাবী তাঁদের। এখানকার মহিলা মোর্চার বক্তব্য বিজয় পান্ডে অত্যন্ত কুরুচিকর মানসিকতার মানুষ। সে দলের মহিলা কর্মীদেরই অত্যন্ত কুনজরে দেখেন। সুযোগ পেলেই মহিলাদের কুপ্রস্তাব দেন। পাশাপাশি মহিলাদের মোবাইলে অশ্লীল ভিডিও পোষ্ট করে বলে অভিযোগ। অভিযোগ এবিষয়ে বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামল বোসের কাছে অভিযোগ জানাতে গেলেও তিনি অভিযোগ নেননি। তাই দিনকয়েক আগে রিষড়ার খোলা রাস্তায় বিজয়কে ধরে মহিলা মোর্চার কর্মীরা জুতো পেটা করে, সে কথা অকপটেই স্বীকার করে স্থানীয় মহিলা মোর্চার সদস্যারা।
তাঁরা বলেন সম্পূর্ণ অনৈতিকভাবে বিজয়কে মন্ডল সভাপতির দায়িত্ব দিয়েছে শ্রীরামপুরের সভাপতি শ্যামল বোস। বর্তমানে সেই মারধরের ঘটনার বিবরণ সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গেছে। যা সামনে আসতেই বিজেপির চরম গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে। যদিও এই ঘটনা সরাসরি অস্বীকার করেন বিজেপির শীরামপুর সাংগঠনিক সভাপতি শ্যামল বোস। তিনি বলেন এধরনের কোন ঘটনাই ঘটেনি।তবে পৌর নির্বাচনের আগে এই ঘটনাকে যে হাতিয়ার করতে ছাড়বে না বিরোধীরা তা বলাই বাহুল্য।