বিদেশি সেজে দোকানে ঢুকতেই খুশি হয়েছিলেন দোকানের মালিক। আপ্যায়নেও ছিল বেশ তোড়জোড়। দোকানের কর্মীরা দেখিয়ে দিয়েছিলেন কোনটা ঘিয়ের ল্যাংচা, কোনটা মিহিদানা। কিন্তু দোকানদারকে খুচরো করানোর নামে দু’হাজার টাকা দিয়ে খুচরো করানোর নামে ক্যাশবাক্স থেকে টাকা নিয়ে চম্পট দিল দুই ‘বিদেশি’ প্রতারক। হাতসাফাইয়ের সময় ঘুনাক্ষরেও টের পাননি দোকানদার। ব্যবসায়ী যখন ঘটনার কথা ঠাওর করতে পারলেন, ততক্ষণে অবশ্য শক্তিগড়ের বেশকিছু ল্যাংচার দোকান থেকে একই কায়দায় টাকা হাতিয়ে চম্পট দিয়েছে প্রতারকরা। দোকানের সিসি ক্যামেরার ফুটেজে অবশ্য এই অভিনব কায়দায় হাতসাফাইয়ের ছবি ধরা পড়েছে, যদিও এখনও পর্যন্ত দুই প্রতারককে গ্রেপ্তার করতে পারেনি।
এই ঘটনায় রীতিমতো হতবাক শক্তিগড়ের ব্যবসায়ী মহল থেকে পুলিশের আধিকারিকরাও। বর্ধমানের শক্তিগড়ে দু’নম্বর জাতীয় সড়কের ধারে শাড়ি দিয়ে রয়েছে ল্যাংচার দোকান। রবিবার সন্ধ্যায় এক বিদেশি যুবক ও বিদেশি মহিলা তিন চারটি দোকানে ঢুকে তারা বিভিন্ন মিষ্টি দেখতে থাকে। মিষ্টির দাম জিজ্ঞাসা করে। তারপর একটি চিপসের প্যাকেট কিনে ২০০০ টাকার নোট দিয়ে খুচরো চায়। বিদেশি অতিথি মুখের উপর না বলতে পারেননি দোকানদার। খুচরো বের করতে থাকেন ওই দোকানদার। সেই সুযোগে বিদেশি যুবককে বাক্সের সামনে গিয়ে নানা প্রশ্ন করতে থাকে। দুজনেই অনর্গল ইংরেজিতে কথা বলছিল। তবে মাঝেমধ্যে ভাঙা হিন্দিও বলছিল। ওই দোকানের মালিক টাকার নোটের বান্ডিল বের করে খুচরো দিচ্ছিলেন। কথা বলার ছলে ওই নোটের বান্ডিল পকেটে ভরে নেয় যুবক। তারপর অন্য দোকানে গিয়ে একই কাণ্ড ঘটিয়ে চম্পট দেয়। তবে শক্তিগড়ের ওই দোকানের ব্যবসায়ীরা ঘটনা বুঝে ওঠার আগেই তারা অবশ্য পালিয়ে যায়। তবে প্রতারকরা সত্যি বিদেশি নাকি বিদেশি সেজে অভিনয় করছিল তা এখনও জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।