রাজ্য

বিদেশে রপ্তানি বন্ধ হতেই পাইকারি বাজারে দাম কমল পেঁয়াজের

পেঁয়াজের ঝাঁজ বাড়তেই বিদেশে রপ্তানি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারি সুফল নিতে চলেছে পাইকারি বাজারে। পাইকারি বাজারে পেঁয়াজের দাম বেশ কিছুটা কমেছে। যার জেরে অনেকটাই স্বস্তির আভাস পাওয়া যাচ্ছে। তবে পাইকারি বাজারে দাম কমলেও খুচরা বাজারে এখনো সেই প্রভাব পড়েনি। যদিও ব্যবসায়ীদের আশা কয়েকদিন যাবত বিদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ হলেই, খুচরা বাজারে পেঁয়াজের দাম অনেকটাই নেমে যাবে। মহারাষ্ট্র থেকে সরবরাহ করা পেঁয়াজ কয়েকদিন আগেও কলকাতার পাইকারি বাজারে ৩০ টাকা থেকে ৩২ টাকায় বিক্রি হয়েছে। তবে ওই পেঁয়াজি ২৬-২৭ টাকায় মিলেছে বুধবার।

সোমবার কেন্দ্রীয় সরকার বিদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধের সিদ্ধান্তের পর এই দাম কমেছে বলে ব্যবসায়ীদের মত। যদিও মহারাষ্ট্রের প্যাক ব্যবসায়ীরা বিদেশে রপ্তানির জোরালো দাবি জানিয়েছেন। এমনকি রপ্তানি চালু না হলে পেঁয়াজের কারবার বন্ধ করারও হুঁশিয়ারি দিয়েছেন তারা। এদিকে বৃষ্টির জন্য দক্ষিণ ভারতে পেঁয়াজ চাষে ক্ষতি হয়েছে। ওই ক্ষতিগ্রস্ত পেঁয়াজ কলকাতার বাজারে ১৭ থেকে ১৮ টাকায় পাইকারি হয়েছে বলে জানা যাচ্ছে। তাই পেঁয়াজের দাম কমতে থাকলে পুজোর আগে বাঙালির কাছে অনেকটাই স্বস্তির খবর।

Loading

Leave a Reply