রাজ্য

বিধানসভা নির্বাচনে কাউকে মুখ্যমন্ত্রী প্রজেক্ট করে লড়বে না বিজেপি, মুখ মোদিই, মন্তব্য দিলীপের

২০২১ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে কাউকে মুখ্যমন্ত্রী প্রজেক্ট করে ভোটে লড়বে না। বিজেপি দলের মুখ হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদির নামেই তারা ভোট চাইবেন, এমনই মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেছেন, ২০২১ সালের নির্বাচনে বাংলায় ক্ষমতা দখল করা আমাদের একমাত্র লক্ষ্য। তাছাড়া কোনও রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী চূড়ান্ত করে ভোটে লড়ে না। পশ্চিমবঙ্গেও তার ব্যতিক্রম হবে না। দিলীপবাবু জানিয়েছেন, ২০২১ সালের নির্বাচনে রাজ্যের  মুখ নরেন্দ্র মোদিই। বাকিরা সব হাত এবং পা। দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল বাংলায় আগামী বিধানসভা নির্বাচনে দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে মুখ করেই ভোটে লড়বে বিজেপি।

এদিকে বিজেপির অন্যতম কেন্দ্রীয় সম্পাদক তথা পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত সহনেতা সুরেশ পুজারি জানিয়েছিলেন, বাংলার বিধানসভা নির্বাচনে কাউকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করা হবে না। এদিন দিলীপবাবু তারই মন্তব্যের সমর্থন জানিয়ে যাবতীয় জল্পনার অবসান ঘটালেন বলেই মনে করছে রাজনৈতিক মহল। প্রসঙ্গত সোমবার সকালে দিল্লিতে বাংলার বিধানসভা নির্বাচন ইস্যুতে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে একপ্রস্থ বৈঠকও সেরেছেন বিজেপির বঙ্গ ব্রিগেড। সূত্রের খবর বৈঠকে স্থির হয়েছে ২০২১ সালে পশ্চিমবঙ্গে ২০০ টি আসন জয়ের লক্ষ্যে নির্বাচনী যুদ্ধে নামবে বঙ্গ বিজেপি। অতীতে রাজ্যে গিয়ে বাংলার বিজেপি নেতাদের সঙ্গে একটি বৈঠকের তৎকালীন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ টার্গেট নির্ধারণ করে বঙ্গ নেতৃত্বকে জানিয়েছিলেন পশ্চিমবঙ্গ সরকার গড়তে হলে ২০০টি আসন জয়লাভ করতেই হবে। সেই লক্ষ্য মাত্রা রেখেই নির্বাচনী প্রস্তুতিতে নামছেন বিজেপি। সেই সিদ্ধান্তকেই ফের এ দিনের বৈঠকে সমর্থন জানিয়েছেন সকলে।

Loading

Leave a Reply