ম্যাজিক্যাল স্পেলের সাক্ষী রইল ভারতীয় ক্রিকেট। অবিশ্বাস্য স্পেলের পরিসংখ্যানের দিকে তাকালে তাকে অবিস্মরণীয় বা ম্যাজিক্যাল বলতেই হয়। এমনই এক কীর্তি গড়লেন বিহারের পেশার অভিজিৎ সাকেত। অনেকেই তাঁকে ওয়ান্ডার বয় বলতেও শুরু করেছেন। মিজোরামের বিরুদ্ধে প্লেট গ্রুপের ম্যাচে একটি স্পেলে কোনও রান না দিয়ে তিনি সাতটি উইকেট তুলে নিয়েছেন তিনি। ২৫ বছরের এই অভিজিতের স্পেল রঞ্জি ট্রফির ইতিহাসের আর কবে দেখা গিয়েছে কারও মনে পড়ছে না। তাঁর দাপটে প্রথম ইনিংসে মাত্র ৬৮ রানে শেষ হয়ে গেছে মিজোরামের ইনিংস।
শেষ পর্যন্ত অভিজিতের স্পেল হয় ১২ রান দিয়ে ৭ উইকেট। প্রথম ইনিংসে ১১৬ রানে পিছিয়ে থাকার পরেও বিহার দ্রুত রান তুলে জিতে যায়। ৯৮ রানে নট আউট থেকে যান বিহারের ইন্দ্রজিৎ কুমার। তবে অভিজিতের এই স্পেল সকলেরই চর্চার মধ্যে উঠে এসেছে। প্রথম স্পেলে অবশ্য তিনি কোনও উইকেট পাননি। কিন্তু দ্বিতীয় স্পেলে বল করতে এসে ক্রমাগত উইকেট তুলতে থাকেন। তাঁর সাতটি উইকেট নেওয়ার ক্ষেত্রে একটিও রান তুলতে পারেননি ব্যাটসম্যানরা। সকলেই বিহারের এই বোলারের পারফরমেন্সে মুগ্ধ। প্রাক্তন ক্রিকেটাররাও তাঁর প্রশংসা করেছেন।