রাজ্য

বিপর্যয় মোকাবিলায় মমতা সরকারের প্রশংসা মোদির, বাংলার জন্য ১ হাজার কোটি টাকা বরাদ্দ, মৃতদের ২ লক্ষ টাকা সাহায্য দেবে কেন্দ্র

পশ্চিমবঙ্গের এই সংকটে ভারত সরকার কাঁধে-কাঁধ মিলিয়ে লড়াই করবে। ভারত সরকার এই দুর্দিনে পশ্চিমবঙ্গবাসীর সঙ্গে রয়েছে। এই সংকট কাটিয়ে ওঠার জন্য সমস্ত রকম সহায়তা করা হবে। উমপুন বিপর্যয় ইস্যুতে কেন্দ্র সরকার রাজ্যকে এক হাজার কোটি টাকা আর্থিক সহায়তা দেবে। শুক্রবার বসিরহাট কলেজে প্রশাসনিক বৈঠক থেকে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়াও তিনি জানিয়েছেন উপপুনের প্রভাবে মৃতদেরকে দু’লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। এছাড়া উমপুনের প্রভাবে যারা আহত হয়েছেন তাদেরকে 50 হাজার টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করলেন মোদি।

এদিকে বিপর্যয় মোকাবিলা নিয়ে মমতার নেতৃত্বে রাজ্য সরকারের প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়াও দুর্যোগের আগেই কেন্দ্রীয় সরকার সমস্ত রকম ভাবে পাশে থেকেছে বলেও তিনি জানিয়েছেন। এবং এই বিপর্যয় কাটিয়ে উঠতে রাজ্যবাসীকে সর্বতোভাবে সাহায্য করার ঘোষণা করেন তিনি। এছাড়া এদিন প্রশাসনিক বৈঠকে মোদি বলেন আজ বাংলায় একটি পবিত্র দিন। কারণ রাজা রামমোহন রায়ের জন্ম তিথি। তাই এই পবিত্র দিনে বাংলায় আসতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে। এছাড়াও তিনি বারবার উল্লেখ করেছেন উমপুন পরবর্তী বিপর্যয় পরিস্থিতিতে রাজ্যকে ফের গড়ে তুলতে সব রকম সহায়তা ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Loading

Leave a Reply