জেলা

বিপ্লবীদের ব্যবহৃত সরঞ্জাম এর সংগ্রহশালার

বৃদ্ধাশ্রম ও বিপ্লবীদের ব্যবহৃত সরঞ্জাম এর সংগ্রহশালার ভিত্তি স্থাপন হয়ে গেল চন্দননগরেচন্দননগরে।উদ্বোধন করেন রাজ্যের শিশু কল্যান মন্ত্রী ডাঃ শশী পাঁজা।পাশাপাশি উপস্থিত ছিলেন মেয়র রাম চক্রবর্তী, অতিরিক্ত জেলাশাসক, মহাকুমা শাসক, ও অন্যান্যরা।চন্দননগর প্রবর্তক শিবা নিকেতনে এক সময় ছিল বিপ্লবীদের আস্তানা। এদিন সেটি এক আবাসিকে পরিণত হয়েছে।এই আবাসিকের সভাপতি পরিমল বাবুর প্রচেষ্টায় গড়ে উঠছে বীনা পয়সায় বৃদ্ধাশ্রম ও সংগ্রহশালা।অনুষ্ঠানের প্রথমে বিপ্লবী ও শিব লিঙ্গের মূর্তিতে মাল্যদান করেন বিশিষ্ট ব্যক্তিরা। এরপর অতিথি সম্বর্ধনা, স্তোত্র পাঠ,আবাসিক দের সংগীত,যোগ ব্যায়াম,ভিত্তি স্থাপন,আবাসিক দের হাতে বস্ত্র বিতরণ করা হয়।

সব মিলিয়ে সবাইকে মুগ্ধ করে এই অনুষ্ঠান। মন্ত্রী এক সাক্ষাৎকারে জানান তিনি অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে গর্বিত বলে জানান এবং উদ্যোক্তাদের উদ্যোগের প্রশংসা করেন।

Loading

Leave a Reply