জেলা

বিবাহিত পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত যুবতী, প্রেমিকযুগলকে কিভাবে শাস্তি দেওয়া হল দেখুন

এবার বিবাহ বহির্ভূত সম্পর্ক জানাজানি হতেই প্রেমিকা ও প্রেমিককে কানধরে উঠবস করালেন স্থানীয়রা। এলাকার মানুষ সালিশী সভা করে এই শাস্তি দিল। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল ঘাটালের মনসুকা গ্রাম পঞ্চায়েত এলাকার কর্ন্দপচক গ্রামে। রীতিমত প্রেমিক যুগলকে দীর্ঘক্ষণ এই শাস্তি দিলেন এলাকার মানুষ।

স্থানীয় সূত্রে জানা গেছে,পড়শি এক যুবতীর সাথে বেশ কিছুদিন প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল বিবাহিত ওই যুবকের। এলাকার মানুষ ওই দুজনকে বিশেষ নজরে রাখেন। পরে সম্পর্কের বিষয়টি স্পষ্ট হয়ে যায় স্থানীয়দের কাছে। এরপর এলাকার মানুষ সিদ্ধান্ত নেন ২ জনকে শবক শেখাবেন। সেইমতো শুক্রবার রাতে বসে বসে সালিশী সভা। সেই সভা থেকেই এলাকার মানুষ ২ জনকে কানধরে উঠবস করায়। পাশাপাশি এইধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সেইদিকেও কড়া নির্দেশ দেওয়া হয়। সবমিলিয়ে লকডাউনের রাতে এহেন ঘটনায় শোরগোল পড়ে এলাকায়।

Loading

Leave a Reply