জেলা

বিয়ের পিঁড়িতে এনআরসির বিরোধিতা করে অভিনব প্রতিবাদ দুই পাত্রের

দেশের এই মুহূর্তে সব থেকে জ্বলন্ত ইস্যু সিএএ ও এনআরসি। এই আইনের বিরোধিতায় দেশজুড়ে রাস্তায় নেমেছে বিভিন্ন রাজনৈতিক দল সংগঠন থেকে সাধারণ মানুষ। রাস্তায় নেমে প্রতিবাদের পাশাপাশি মেলা খেলাতেও চলছে নাগরিকত্ব আইনের বিরোধিতা। এবার এনআরসি ও নাগরিকত্ব আইনের বিরোধিতার আঁচ এসে পড়ল বিয়েবাড়িতে। কল্যাণী শহরের বি ব্লকের বাসিন্দা দুই জমজ ভাই একই দিনে বিবাহ করেন। তাঁদের প্রীতিভোজ অনুষ্ঠানে দুই ভাইকে গলায় নো এনআরসি, নো এনপিআর লেখা লকেট ঝুলিয়ে প্রতিবাদ করতে দেখা গেল। নববিবাহিত দুই বধূও স্বামীর প্রতিবাদের পাশে রয়েছেন। দুই নবদম্পতির অভিনব প্রতিবাদের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। কল্যাণী শহরের সৈকত ও সাগর রায় জমজ দুই ভাই পেশায় ব্যবসায়ী।

দুজনেই প্রেমের পর বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন। শুক্রবার কল্যাণী শহরের পার্কে বিয়ের অনুষ্ঠান হয়। সেখানে ছেলের বাড়ির পক্ষ থেকে প্রীতিভোজের আয়োজন করা হয়েছিল। সেখানে দেখা যায় একটি করে কার্ডবোর্ডের লকেট গলায় ঝুলিয়েছেন দুই ভাই, তাতে লেখা নো এনআরসি নো এনবিআর। নববধূরা অবশ্য সেরকম কিছু গলায় না পরলেও এ ব্যাপারে তাঁদের স্বামীদের সমর্থন জানিয়েছেন। তবে নাগরিকত্ব ইস্যুতে এরকম অভিনব প্রতিবাদ এর আগে অবশ্য এরাজ্যে হয়নি। বিয়ের পিঁড়িতে বসা পাত্রদের গলায় এনআরসি এনবিআর বিরোধী লেখা ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়াতে শুরু করেছে।

Loading

Leave a Reply