১ কোটি ৪৮ লাখ মানুষ আজ ঠিক করে দেবে দিল্লির মসনদে আগামী পাঁচ বছরের জন্য অরবিন্দ কেজরিওয়াল ফের আসছেন নাকি মোদি ম্যাজিক দেখা যাবে। বিভিন্ন জনমত সমীক্ষায় অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি পুনরায় ক্ষমতা দখল করার কথা বলা হলেও বিজেপির আভ্যন্তরীণ সমীক্ষা বলছে বিজেপি ৪৫ টি আসন দখল করবে। সেই মর্মে টুইট করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
আজ সকাল আটটা থেকে বিভিন্ন ভোটকেন্দ্রে দেখা যাচ্ছে লম্বা লাইন আর এই দেখা গেল ভোটের ম্যাজিক। আজ বিয়ে ছিল এক ব্যক্তির। কিন্তু মোদী কেজরিওয়াল ম্যাজিকের টানে বরের সাজে বিয়ে করতে যাওয়ার পূর্বে লাইনে দাঁড়ালেন বর। পূর্ব দিল্লির শাকারপুর বুথে এদিন সপরিবারে ভোট দেন এই ব্যক্তি ৷ বিয়ের সাজেই এসেছিলেন ভোট দিতে ৷ সঙ্গে ছিলেন পরিবারের অন্যান্য সদস্যরাও।