জেলা

বিয়ে বাড়িতে এসে আটকে আছে ৫০ জন অতিথি, গৃহকর্তার মাথায় হাত।

একে রামে রক্ষা নেই সুগ্রীব দোসর। সেই রকমই অবস্থা হল মালদহের এক পরিবারে। এমনিতেই করোনা নিয়ে মানুষের দুর্ভোগের শেষ নেই। মানুষ একপ্রকার গৃহবন্দী হয়ে দিন কাটাচ্ছে। দোকান বাজারে যাওয়া ক্রমশ আতঙ্কের হয়ে দাঁড়াচ্ছে। এই পরিস্থিতিতে বাড়িতে যদি 50 জন অতিথি টানা 21 দিন ধরে বসে থাকে তাহলে গৃহকর্তার মাথায় বাজ পড়বে আর অস্বাভাবিক কি।



কিন্তু ঠিক এমন ঘটনা ঘটলো মালদহের হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটার বাসিন্দা মহম্মদ নুর আলমের।তার ভাই এর বিয়ে ছিল গত ২২ মার্চ। বিয়ের আগেই হাজির হয়েছিলেন বিহারের মধুবনী জেলার আত্মীয়দের বড়সড় দল। যাঁরা সংখ্যায় ৪৭ থেকে ৪৮ জন। ২২ তারিখ বিয়ের পরদিন ২৩ তারিখ ছিল ভোজ। আর এরপর দিন থেকেই শুরু হয়ে যায় লকডাউন। গাড়ি চলাচল না করায় আর কেউই বাড়ি ফিরতে পারেননি।




প্রথম কয়েকদিন খাওয়া-দাওয়ার অসুবিধা না না হলেও আস্তে আস্তে সমস্যা দেখা দিয়েছে। পরিবারের সমস্যার কথা জানতে পেরে স্থানীয় প্রশাসন ও প্রতিবেশীরা এগিয়ে আসেন। প্রত্যেকেরই পরীক্ষা করা হয়েছে প্রত্যেকে সুস্থ এবং স্বাভাবিক আছে। প্রশাসনের পক্ষ থেকে আপাতত এই পরিবারটি খাওয়া-দাওয়ার দায়িত্ব নেওয়া হয়েছে বলে জানা গেছে।


Loading

Leave a Reply