দেশ

বিল না মেটানোয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতীর বাড়ির বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হল

দীর্ঘদিন বিদ্যুৎ বিল না মেটালেই সংযোগ বিচ্ছিন্ন করছে উত্তরপ্রদেশের বিদ্যুৎ দপ্তর। অনেক সাধারণ মানুষেরই বিদ্যুৎ বিল কয়েক মাস ধরে বাকি থাকার জেরে লাইন কেটে দেওয়া হয়েছে। তবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার তালিকায় এবার নাম উঠে এল এক রাঘববোয়ালের। তিনি উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী। দীর্ঘদিন বিদ্যুৎবিল বাকি থাকায় মায়াবতীর গ্রেটার নয়ডার বাদলপুরের বাড়ির বিদ্যুতের লাইন কেটে দিলেন বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা। এই ঘটনার খবর জানাজানি হতেই এলাকায় শোরগোল পড়ে যায়।

জানা গিয়েছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতীর বাড়ির বিদ্যুৎ বিল প্রায় ৬৭ হাজার টাকা বকেয়া ছিল। বুধবার সকালে বাদলপুরের ওই বাড়িতে গিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন বিদ্যুৎদপ্তরের কর্মীরা। পরে মায়াবতীর আত্মীয়রা তড়িঘড়ি বিদ্যুৎ অফিসে ৫০ হাজার টাকা জমা দেওয়ার পর ফের বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করা হয়। যদিও অনেকে এই ঘটনায় রাজনীতির গন্ধ পাচ্ছেন। তাঁদের ধারণা, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এই কাজ করা হয়েছে। তবে বিদ্যুৎদপ্তরের আধিকারিকরা জানিয়েছেন, বিল না মেটালে সকলের ক্ষেত্রেই সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে। এক্ষেত্রেও নিয়ম মেনেই কাজ করা হয়েছে।

Loading

Leave a Reply