খেলা

বিশ্বকাপ জয়ের মুহূর্তে ধোনির ছক্কা হাঁকানো সেই বলের খোঁজে এমসিএ

বোলার শ্রীলংকার নুয়ান কুলাসেকারা। ব্যাট হাতে ভারতীয় দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। বোলার বল করার পরই ব্যাট হাতে মাহি বলটি উড়িয়ে দিলেন প্যাভিলিয়নে। তার সঙ্গে সঙ্গেই ২৮ বছরের প্রতীক্ষার অবসান। বিশ্বকাপ জিতল ভারত। সেই বলটি প্যাভিলিয়নে পাঠিয়ে ভারতকে দ্বিতীয় ওয়ানডে বিশ্বকাপ জয়ের স্বাদ এনে দিয়েছিলেন ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনি। কিন্তু বলটি কোন দশকের হাতে পড়েছে। কোথায় গিয়ে পড়ল। সেই বলটির আজ আদৌ অস্তিত্ব আছে কি না। ন বছর পর হঠাৎ করে সেই বলের হদিশ পেতে কার্যত উঠে পড়ে লেগেছে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন।

এই কাজে তাদের সাহায্য করতে এগিয়ে এসেছেন কিংবদন্তি ভারতীয় তারকা সুনীল গাভাস্কার। বিশ্বকাপ জয়ের অনুভূতির সঙ্গে জড়িয়ে থাকা ওই বোনটিকে নিজেদের সংগ্রহশালায় রাখতে চাইছে এমসিএ পাশাপাশি যে জায়গায় বদলি পড়েছিল সেই আসনটি ধোনির নামে নামাঙ্কিত করতে চায় তারা। তবে বিশেষ সূত্রে জানা গেছে বলটির খোঁজ মিলেছে। ওই বলটি এম সিএ প্যাভিলিয়নের এল ব্লকের ২১০ নম্বর সিটে পড়েছিল। সেদিন ওই আসনে যে দর্শক বসেছিলেন তিনি গাভাস্কারের এক বন্ধুর বিশেষ পরিচিত। সেই সূত্রেই বইটির খোঁজ মিলেছে। তাই ওই বলটিকে নিজেদের কাছে পেতে গাভাস্কার এর শরণাপন্ন হচ্ছে এমসিএ।

Loading

Leave a Reply