জেলা রাজ্য

বিশ্বের ক্রিকেট, ফুটবল টুর্নামেন্ট বন্ধ, লকডাউনের মেয়াদকাল নিয়েই কলকাতায় সক্রিয় বেটিং চক্র

সারাবছরই কলকাতার বড়বাজার এলাকায় বিভিন্ন বিষয় নিয়ে বাজি চলে। যেমন বিকেলে আকাশে মেঘ করবে কি না, মুসলধারায় বৃষ্টি হবে কি না, সবকিছু নিয়েই চলে জুয়া। কিন্তু করোনার জেরে লকডাউন চলছে বলে জুয়ারিরা কিন্তু থেমে নেই। এতদিন চলছিল লকডাউন ১৪ তারিখের পর উঠে যাবে কি না তা নিয়ে বাজি ধরা। এবার অবশ্য লকডাউন কতদিন চলবে তা নিয়ে চলছে জুয়া। এমনকী মে মাসে কতদিন লকডাউন চলতে পারে তা নিয়ে শুরু হয়েছে জুয়া। এনিয়ে প্রতি ১০ টাকায় সাত টাকা বাজি ধরছে জুয়ারিরা।

তবে লকডাউন চলাকালীন বাজার বন্ধ থাকায় ওই এলাকায় তেমন কোলাহল নেই। তাই বড়বাজারের জুয়ারিরা বাড়িতে বসেই চালাচ্ছে বেটিং চক্র। কয়েকদিন আগে বাজির বিষয় ছিল, লকডাউনের মেয়াদ আদৌ বাড়বে কি না তা নিয়েই। কিন্তু বর্তমানে লকডাউন বাড়ছে বলে প্রধানমন্ত্রীর কথায় ইঙ্গিত মিলেছে। তাই এখন বাজি ধরার বিষয়ও পরিবর্তন হয়ে গেছে। এখন জুয়ারিরা বাজি ধরছেন লকডাউন মে মাসের ১৫ তারিখ পর্যন্ত চলবে কি না তা নিয়ে।

প্রসঙ্গত, বড়বাজারের ওই জুয়া পট্টিতে সাধারণত বিশ্বের বিভিন্ন ক্রিকেট টুর্নামেন্ট, ফুটবল সহ নানা প্রতিযোগিতা নিয়ে বেটিং চলে। কিন্ত বর্তমানে সবকিছুই বন্ধ রয়েছে বিশ্বজুড়ে। তাই এখন লকডাউনের মেয়াদ নিয়েই চলছে জুয়া। প্রতিদিনই লকডাউনের মেয়াদকাল নিয়ে টাকা লাগাচ্ছে জুয়ারিরা। তাই লকডাউন চললেও কলকাতায় বেটিং চলছে যথেষ্ট ছন্দে।

Loading

Leave a Reply