বিজ্ঞান চর্চায় বিশ্বের প্রথম ১০০টি সেরা শহরের মধ্যে ঢুকে পড়ল কলকাতা। ১২১ থেকে ২২ ধাপ টপকে উন্নত বিজ্ঞান নগরী হিসেবে ৯৯ তম স্থানে এল সিটি অব জয়। ভারতের প্রিয় শহর হিসেবে স্থান পেল কলকাতা। আরো একটি শহর হল বেঙ্গলুরু। ওই শহরের স্থান ৯৭। তবে ভারতের কোন শহর কলকাতা ও বেঙ্গালুরুর ধারে কাছেই নেই। জানা গেছে বেঙ্গালুরুর মতো না হলেও কলকাতায় বহু বিজ্ঞান চর্চার নামীদামি প্রতিষ্ঠান রয়েছে।
বাংলার ছাত্র-ছাত্রীদের গবেষণার দিকে যাওয়ার বিশেষ প্রবণতাও রয়েছে। বাঙালি বৈজ্ঞানিক হিসেবে প্রত্যেকের কাছে কলকাতার এই সম্মান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এই র্যাঙ্ক নির্বাচনে বেশ কয়েকটি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা হয়। যেমন সংশ্লিষ্ট শহরে গবেষণামূলক প্রতিষ্ঠানকে কতটা গুরুত্ব দেওয়া হচ্ছে, গবেষণার সুযোগ সুবিধা কোন পর্যায়ে রয়েছে এবং তা বিশ্বের বৈজ্ঞানিক পরিমণ্ডলকে কতটা আকর্ষণ করার ক্ষমতা রাখে সেগুলি নজর রাখা হয়। তা পর্যালোচনা করেই প্রকাশিত হয়েছে নেচারস ইন্ডিক্সক্স রিপোর্ট। প্রকাশিত রিপোর্ট অনুযায়ী প্রথম পাঁচে রয়েছে চীনের দুটি শহর। এক নম্বরে রয়েছে বেজিং।
- সন্ধ্যা নামলেই ভূতের আতঙ্কে ভীত সন্ত্রস্ত এলাকাবাসী
- গৃহবধূকে পিটিয়ে খুনের অভিযোগ
- ঝুলন্ত পচাগলা মৃতদেহ উদ্ধার
- সরকারি ভাবে ডেঙ্গু সচেতনতা করলেও প্রদীপের নিচেই অন্ধকার
- খুন হতে হল; বিবাহিত মহিলারা সাথে ভালোবাসার সম্পর্কের কারণে