ফিচার

বিশ্ব হৃদয় দিবসে সৌমিতার ক্যানভাস তুললো #UseYourHeart to fight covid-19 এর সুর

সেপ্টেম্বর এর ২৯ তারিক সারা বিশ্ব ব্যাপী বিশ্ব হৃদয় দিবস পালন করা হয় | কার্ডিওভাসকুলার ডিজিজ (সিভিডি) প্রতিবছর প্রচুর  মানুষের জীবন নেয়, যাা কারণের বিশ্বব্যাপী মৃত্যুর হার ৩১%।প্রতি বছরের মতো এই বছরও সারা বিশ্বে পালিত হবে বিশ্ব হৃদয় দিবস | এই বছরের স্লোগান #UseYourHeart to fight covid-19 | আন্তর্জাতিক সংগীত শিল্পী  খ্যাতনামা চিত্রকর সৌমিতা সাহা এই #UseYourHeart to fight covid-19 কর্মযজ্ঞে শামিল হন তাঁর অনবদ্য পেইন্টিং কে এই দিনটির প্রতি উৎসর্গ করে, সৌমিতার ক্যানভাস রেঙেছে ”থ্রোবিং ভিভাসিটি ” নামক থীমটিকে পেইন্টিংয়ের রঙে |

সৌমিতার চিত্রকলার বৈশিষ্ট তার জিওমেট্রিক ফর্ম কে রেখা ও রঙের বুকে স্বাচ্ছন্দে মিলিয়ে দেয়ার খেলা |দেশের বেশ কিছু শহরে ইতি মধ্যে অনেকবার ৰদৰ্শিত হয়েছে ২৮বর্ষীয়া সুন্দরী শিল্পীর শিল্প কর্ম | সৌমিতার গান যেমন পৌঁছেছে আন্তর্জাতিক স্তরে তেমনি সৌমিতার আঁকা ছবি  ও প্রদর্শিত হয়েছে মার্কিন যুক্ত রাষ্ট্রের নামকরা প্রদর্শনী গৃহে | স্থাপত্য বিদ্যায় স্নানটোক স্কলার বংগো তনয়া টলিউডের বেশ কিছু ছবি এ গান গেয়েছেন, রবীন্দ্র সংগীত   জগতে তার অবদান  কারণেই তাকে সংগীতজ্ঞের আসন প্রদান করা হয় |

থ্রোবিং ভিভাসিটি- নিয়ে বেশ কিছু কথা বলতে বলতে বংগো তনয়া আরো জানান ” হৃদরোগে সারা পৃথিবী ব্যাপী বহু মানুষ জীবন হারান তাই, হার্ট এর যত্ন দেয়া ম্যান্ডেটরি |কোবিদ-19 এর অথিন সময় তে আমরা যদি হৃদরোগ সম্বন্ধে একটু সচেতন হয়, শরীরের একটু বেশি যত্ন নেই কোবিদ কে খুব শিগগির পরাস্ত করবো আমরা |তাই শিল্পী হিসেবে সমাজ কে সচেতন করা আমি নিজের দায়িত্ব বলে মনে করি |”  

Loading

Leave a Reply