জেলা

বিষ্ণুপুরে লকডাউন ভেঙ্গে মিছিল, গ্রেপ্তার ৭ বিজেপি নেতা

সামাজিক দূরত্ব বজায় না রেখেই বিজেপির মিছিল। বিষ্ণুপুর শহরের রাস্তায় মিছিল আটকে দিল পুলিশ। লকডাউন ভাঙার অপরাধে গ্রেফতার ৭ বিজেপি নেতৃত্ব। মঙ্গলবার তৃণমূলের রেশন দুর্নীতি ও তিন মাস বিদ্যুৎ বিল মুকুব সহ একাধিক দাবি নিয়ে বিষ্ণুপুর ব্লক অফিসে ডেপুটেশন কর্মসূচি ছিল বিজেপি সাংগঠনিক জেলা নেতৃত্বের। এদিন দুপুরে বিষ্ণুপুর এক্সচেঞ্জ মোড় সংলগ্ন বিজেপি পার্টি অফিস থেকে মিছিল করে বিডিও অফিসের দিকে যাবার পথে বিষ্ণুপুর ব্লক অফিসের আগেই মিছিল আটকে দেয় পুলিশ।

এ দিনের এই কর্মসূচির কোনও অনুমতি ছিল না বলেই অভিযোগ। অনুমতি না নিয়েই সামাজিক দূরত্ব না মেনেই বিজেপি ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করে। এদিন মিছিল থেকেই বিষ্ণুপুর থানার পুলিশ লকডাউন ভাঙার অপরাধে ৭ বিজেপি নেতৃত্বকে গ্রেফতার করে। যদিও বিজেপি নেতৃত্বের দাবি সামাজিক দূরত্ব বজায় রেখেই ডেপুটেশন কর্মসূচি নেওয়া হয়েছিল। কিন্তু উদ্দেশ্য প্রণোদিত ভাবে জোর করে পথ আটকে আমাদের বিজেপি নেতৃত্বকে গ্রেফতার করেছে পুলিশ।

Loading

Leave a Reply