জেলা

বিয়েতে এসে হুগলিতে প্রায় ১ মাস আটক বিহারের পাত্রীর পরিবারের লোকজন।

লকডাউনের জেরে আটকে পড়েছে কনেযাত্রীরা।আর তাদের অতিথি তথা আত্মীয় হিসাবে বাড়িতে আশ্রয় দেয় বরপক্ষের বাবা। কিন্তু বর্তমানে তাদের সামান্য খাদ্যের জোগান দিতেই হিমশিম খেতে হচ্ছে। কিভাবে অতিথিদের মান রাখবেন তার জন্য করোনা পরিস্থিতে লড়াই চালিয়ে যাচ্ছেন। ঘটনাটি হুগলির জেলার চাঁপদানির।



হুগলি জেলার চাঁপদানির ৪ নং ওয়ার্ডের ডাঃ নুরি লেনের বাসিন্দা মহঃ শাহিদের পুত্র মহঃ জমিরের বিয়ে হয় ১৮ মার্চ।পাত্রীর বাড়ি বিহারের বেগুসরাই এলাকায়। বিয়ের ছ’দিন আগে বিহার থেকে ২৮ জন কন্যাযাত্রী এসেছে এই পাত্রের বাড়িতে। বৌভাত ছিল ২২ মার্চ। তার পরেই লকডাউনের কারনে বিহারে যেতে পারেনি নতুন বৌয়ের আত্মীয়রা। মাথায় হাত ছেলের বাবার। প্রথম প্রথম খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেও আস্তে আস্তে নিরুপায় হয়ে উঠছে সাজিদ পরিবার। মুড়ি রুটি চা এই খাবার যেন দুঃস্থ মানুষদের থেকেও করুন অবস্থা।


চোখে জলে দিন কাটছে বিহার থেকে চাপদাঁনিতে আসা কন্যাযাত্রীদের।এসেছিল আনন্দ করতে আর বাড়ি যাওয়ার আগে চোখের জলে ছেলে মেয়ে নিয়ে নিরুপায় অবস্থা তাদের।


Loading

Leave a Reply