করোনা ভাইরাস এর উপসর্গ থাকা লোকজনের চিকিৎসার জন্য রাজ্যের সর্বত্র কোয়ারেন্টাইন সেন্টার প্রস্তুত রাখার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশকে তিনি এই নির্দেশ দিয়েছেন। তাই প্রতিটি এলাকার বিভিন্ন বিয়ে বাড়ি কমিউনিটি হল ও স্টেডিয়াম অধিগ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার সর্বদলীয় বৈঠকে বিভিন্ন দলের তরফে কলকাতার পাশাপাশি জেলা মহকুমা ও ব্লকের বিভিন্ন জায়গায় কোয়ারেন্টাইন সেন্টার তৈরির প্রস্তাব দেওয়া হয়। তা মেনেই মুখ্যমন্ত্রী এই ব্যবস্থা করেছেন বলে জানা গেছে। এর আগে অবশ্য বিভিন্ন এলাকার রেসকিউ সেন্টার ও ও ফ্লাড সেন্টারকে মুখ্যমন্ত্রীর নির্দেশে কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে ব্যবহার শুরু হয়েছে।
ভিন রাজ্য থেকে ফেরা ৪১০০ জনকে ঐ সমস্ত অস্থায়ী কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়েছে প্রশিক্ষিত চিকিৎসা কর্মীদের দিয়ে সেগুলিতে নজরদারি রাখা হয়েছে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। প্রসঙ্গত রাজ্যে করোনার প্রথম বলি হয়েছে কলকাতায়। তারপর থেকে এলাকায় আতঙ্ক আরও বেড়েছে। যদিও সরকার সব সময় মানুষকে নিরাপদে ও বাড়িতে থাকার পরামর্শ দিচ্ছে। লকডাউন অমান্য করে মানুষ যাতে বাইরে বের না হওয়া তার জন্য পুলিশ প্রশাসনও রাস্তায় নেমেছে।