এখনও বিয়ের মরশুম শেষ হয়নি। এই মুহূর্তে সোনার দাম কিছুটা কমায় কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন মধ্যবিত্ত। একদিকে বাজেট, অন্যদিকে শেয়ার পতনে দাম কমেছে সোনার। ইরান ও মার্কিন সম্পর্কের ডামাডোলের জেরে যখন সমস্ত কিছুই আকাশছোঁয়া দাম। পেট্রল, ডিজেল থেকে সোনা সবকিছুই মধ্যবিত্তের নাগালের বাইরে। তখনই মধ্যবিত্তের মুখে হাসি ফোটাল সোনার দাম পড়ায়। বেশ কিছুদিন ধরেই চড়চড়িয়ে বাড়ছিল বাঙালির বিয়েবাড়ির এই অত্যাবশ্যকীয় সামগ্রীর। তবে গোটা ভারতবর্ষ সহ কলকাতায় কমেছে সোনার দাম। জেনে নিন ক্যারেট অনুপাতে সোনার মূল্য।
২২ ক্যারেটের সোনার দাম
১ গ্রামের দাম ৩,৯৮২ টাকা
৮ গ্রামের দাম ৩১,৮৫৬ টাকা
১০ গ্রামের দাম ৩৯,৮২০ টাকা
১০০ গ্রামের দাম ৩,৯৮,২০০ টাকা
অপর দিকে ২৪ ক্যারেটেরও দাম কমল অনেকটাই।
১ গ্রামের দাম ৪,১২২ টাকা
৮ গ্রামের দাম ৩২,৯৭২ টাকা
১০ গ্রামের দাম ৪১,২২০ টাকা
১০০ গ্রামের দাম ৪,১২,২০০ টাকা