দেখতে দেখতে ২১টি বছর পার করে ফেললেন এই সেলিব্রিটি জুটি। কোনো বাধা বিপত্তি তাদের জীবনে আজ ফেলতে পারেনি। গাঁটছড়া বাঁধার পর থেকে দেখতে দেখতে ২১টি বসন্ত পার করে ফেললেন বলিউডের বেপরোয়া দম্পতি অজয় দেবগন ও কাজল। তাঁদের প্রকাশ্যে ঝগড়া হয়েছে এমন কখনও শোনা যায়নি। তাই বলে একেবারে প্রেমে ডগমগ থাকতেও তাঁদের কখনও দেখা যায়নি। তাই একে অপরের সঙ্গে দিব্যি ২১টি বছর বিয়ের পর পার করে ফেললেন এই সেলিব্রিটি দম্পতি। এত বছর ধরে কোনও গুজবে কান দেননি। এমনকী গুজব রটানোর মতো কোনও কিছু সুযোগ তারা দেননি। তাই এই দম্পতিকে বেপরোয়া নামে আখ্যা দিলে ক্ষতি কিসের।
বিয়ের ২১ বছর পার করে বিবাহবার্ষিকীতে কাজল মন্তব্য করেছেন, আমাদের প্রথম দর্শনেই প্রেম হয়ে যায়। বস্তুত হালচালের শ্যুটিংয়ে প্রথম যখন অজয়কে দেখি তখন ওর অযথা গাম্ভীর্যে একটু বিরক্ত হয়েছিলাম। কিছু তীর্যক মন্তব্য করেছিলাম বোধহয়। তারপর শ্যুটিং শুরু হল। আমাদের আলাপ জমে উঠল। তার ফাঁকে কখন যে একে অপরের প্রেমে পড়ে গেছি তা জানিনা। কিন্তু প্রণয় যখন পরিণয়ে পৌঁছল তখন আর বিয়ে করতে অবশ্য দেরি করিনি। তারপর সংসার, অভিনয় সব কিছুর মাঝেই সম্পর্কটা ভালো চলছে। ঝগড়াঝাটি হয় আবার ভালোবাসাও থাকে। আমরা দুজনে বেশ ভালো রয়েছি।