আপনার বয়স এখনও ৪০ পেরোয়নি? অবিবাহিত রয়েছেন। তাহলে এখনই বিয়ের জন্য প্রস্তুত হন৷ কারন বিয়ের পিঁড়িতে বসলেই মিলবে টাকা। তবে কোনও পণ নয়। টাকা দেবে সরকার। অবাক লাগলেও এটাই সত্যি হতে চলেছে জাপানে। নিউলি ওয়েড অ্যান্ড নিউ লাইফ সাপোর্ট নামে নতুন প্রকল্প আনতে চলেছে জাপান সরকার। এই প্রকল্পে বিয়ে করলেই নবদম্পতিকে দেওয়া হবে পুরস্কার। সেই পুরস্কারের মূল্যও নেহাত কম নয়। ছয় লক্ষ হিয়েন, যা ভারতীয় মুদ্রায় ৪ লক্ষ ২০ হাজার টাকার সমান। ২০২১ সালের এপ্রিল মাস থেকে এই প্রকল্প চালু হবে বলে জানা গিয়েছে। কিন্তু হঠাৎ কেন এরকম উদ্যোগ নিচ্ছে জাপান সরকার।
জানা গেছে, জাপানে ক্রমহ্রাসমান জনসংখ্যা বৃদ্ধির উদ্দেশ্যেই এই প্রকল্প চালু করা হচ্ছে। কারণ দেখা যাচ্ছে জাপানের মানুষের মধ্যে বিয়ে করার প্রবণতা খুবই কমছে। অনেকে একাই জীবন কাটিয়ে দিচ্ছেন। আবার অনেকে লিভ ইন সম্পর্কে থেকে জীবন অতিবাহিত করছেন। তাই সন্তান ধারণের ক্ষেত্রে অনেকেরই অনীহা দেখা যাচ্ছে। এর ফলে জাপানের জনসংখ্যা ক্রমশ হ্রাস পাচ্ছে। তাই এই প্রকল্প চালু করতে চলেছে সরকার। তবে বিয়ে করে এই প্রকল্পের আওতায় আসার জন্য বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে। দম্পতির বয়স চল্লিশের নীচে হতে হবে। তাঁদের বার্ষিক আয় ৫.৪ মিলিয়ন হওয়া আবশ্যক। তবে এই অভিনব প্রকল্পের মাধ্যমে সরকারের উদ্দেশ্য সফল হয় কি না সেটাই এখন দেখার।