জেলা

বীরভূমের সিউড়িতে অস্ত্রসহ গ্রেফতার শিক্ষক

গোপন সূত্রে খবর পেয়ে বীরভূমের সিউড়ি থানার পুলিশ ৩ দুষ্কৃতীকে গ্রেফতার করল সিউড়ির জেলা স্কুল মাঠ লাগোয়া এলাকা থেকে। তাদের মধ্যে একজন প্রাথমিক স্কুলের শিক্ষক রয়েছেন। তার নাম অনিমেষ মুখোপাধ্যায়। তিনি বীরভূমের মহম্মদবাজার এলাকার একটি প্রাথমিক স্কুলের শিক্ষক। তার কাছ থেকে একটি রিভলবার ও চার রাউন্ড গুলি পাওয়া গিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই তিনজন ডাকাতির উদ্দেশ্যে এক জায়গায় জড়ো হয়েছিল।

অভিযুক্ত শিক্ষক-সহ ৩ জনকে সিউড়ি আদালতে তোলা হলে সিউড়ি আদালত তাদের ২ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছে। পুলিশ সূত্রে খবর, শুধু এই তিনজনই নয় এদের সঙ্গে যুক্ত থাকতে পারে আরও বড় কোনও চক্র। যারা বীরভূম বা বীরভূমের বাইরে ডাকাতির সঙ্গে যুক্ত থাকতে পারে।পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

আমরা আসছি…….

Loading

Leave a Reply