বীরভূমের রামপুরহাট মুনসুভা মোড় থেকে রবিবার সাতসকাল এক অজ্ঞাত পরিচয়ের যুবকের মৃতদেহ উদ্ধার করল রামপুরহাট দমকল বাহিনী।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকাল ছটার দিকে রামপুরহাট মুনসুভা মোড়ের কাছে এক যুবককে রাস্তায় পাশে পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা। তারা কাছে গিয়ে দেখেন যুবকের শরীরে আঘাতের চিহ্ন। তৎক্ষণাৎ তারা দমকল বাহিনীকে খবর দেন। দমকল বাহিনী এসে যুবককে উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিসকরা মৃত বলে জানিয়ে দেন। যুবকের পরিচয় এখনও জানা যায়নি। ঘটনাস্থলে পৌঁছায় রামপুরহাট থানার পুলিশ পৌঁছায়। তবে এটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত খুন সে বিষয়ে তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ।