জেলা

বুথ সভাপতির নাবালিকা মেয়েকে ভয় দেখিয়ে বারংবার ধর্ষণ, অভিযুক্ত বিজেপির জেলা কমিটির সদস্য

দলেরই বুথ সভাপতির নাবালিকা মেয়েকে মাদক মেশানো লস্যি খাইয়ে ধর্ষণ করার করার পাশাপাশি ভিডিও তুলে ব্ল্যাকমেল করার অভিযোগ উঠল বিজেপির জেলা কমিটির সদস্য সহদেব ঘোড়ুইয়ের বিরুদ্ধে। এ ব্যাপারে কাঁকসা থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতার বাবা। সহদেববাবু বিজেপির পশ্চিম বর্ধমান জেলা সভাপতি লক্ষ্মণ ঘোড়ুইয়ের ভাইপো বলে জানা গিয়েছে। অভিযোগ, সহদেব এই ঘটনার ছবি তুলে রেখে তা দিয়ে বারবার ব্ল্যাকমেল করে মেয়েটির সঙ্গে সহবাস করেছেন। এই ঘটনা জানাজানি হওয়ার পর থেকে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সমালোচনায় সরব হয়েছে তৃণমূল। পুলিস জানিয়েছে, ধর্ষণের অভিযোগ হয়েছে। ওই নাবালিকার মেডিক্যাল টেস্ট করানো হবে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নাবালিকার বাড়ি কাঁকসা থানার ধোবাঘাটা গ্রামে। তার বাবা বিজেপির বুথ সভাপতি। সেই সূত্রেই সহদেব নির্যাতিতার পরিবারে যাতায়াত করত। সেই ঘনিষ্ঠতার সুযোগ নিয়ে প্রায় তিনমাস আগে একাদশ শ্রেণীর ওই পড়ুয়াকে ধর্ষণ করে সহদেব। জানা গিয়েছে, দুর্গাপুরে কম্পিউটার শিখতে গিয়েছিল ওই নাবালিকা। সেখান থেকে সহদেব সিটিসেন্টারের কাছে একটি পার্কে নিয়ে গিয়ে লস্যির সঙ্গে নেশার দ্রব্য মিশিয়ে খাইয়ে দেয়। সেখানেই একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করা হয়। এমনকী ঘটনাটির ভিডিও রেকর্ড করে রেখে সেই ভিডিও দেখিয়ে একাধিক জায়গায় নিয়ে গিয়ে মেয়েটিকে ব্ল্যাকমেল করে সহবাস করে বলে অভিযোগ। পুলিস জানিয়েছে, অভিযুক্তর খোঁজ চলছে।

Loading

Leave a Reply