জেলা

বুনিয়াদপুর পৌরসভার উদ্যোগে শুরু হল বংশীহারী শ্মশানঘাট বাঁধানোর কাজ

ধ্রুবজ্যোতি মহন্ত, দক্ষিণ দিনাজপুরঃ- বহু প্রতিক্ষার পর শুরু হল বংশীহারী শ্মশানঘাট বাঁধানোর কাজ,খুশি বুনিয়াদপুর বাসী।প্রসঙ্গত, বহুদিন ধরেই বর্ষায় নদী ভাঙ্গনে বিপর্যস্ত হয়ে পড়েছিল বংশীহারী শ্মশান চত্বর।এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি মেনে রাজ্য সরকারের আর্থিক সহায়তায় এবং বুনিয়াদপুর পৌরসভার উদ্যোগে বংশীহারী শ্মশান ঘাট এবং শ্মশান এলাকার প্রায় ২০০ মিটার নদীতীর বোল্ডার দিয়ে বাঁধানোর কাজ শুরু হলো জোর কদমে।

বহু বছর ধরেই শ্মশান চত্বরে উপযুক্ত নদী ঘাট না থাকায় চরম সমস্যায় পড়তে হতো বংশীহারী শ্মশানে অন্তিম সংস্কার করতে আসা এলাকার মানুষজনদের।পাশাপাশি, বছরের পর বছর বর্ষায় নদী ভাঙনে বিলীন হচ্ছিল শ্মশান এলাকা। দীর্ঘ প্রতীক্ষার পর এলাকাবাসীর দাবী মেনে রাজ্য সরকারের আর্থিক সহায়তায় বুনিয়াদপুর পৌরসভার উদ্যোগে শ্মশান ঘাট সহ প্রায় ২০০ মিটার নদীতীর বাঁধানোর কাজ শুরু হতেই পৌরসভা এবং রাজ্য সরকার কে সাধুবাদ জানিয়েছেন সকল স্তরের এলাকাবাসী।

Loading

Leave a Reply