রাজ্য

বেতনের বড় অংশ নেবেন না কলকাতার চিকিৎসকরা।

শ্যামলেন্দু গোস্বামীঃ- করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই মূল সৈনিক চিকিৎসক ও পুলিশ। নিজেদের প্রাণকে বাজি রেখে প্রথম দিন থেকে লড়াই চালিয়ে যাচ্ছেন তাঁরা । জীবনের সব চেয়ে বেশী ঝুঁকি ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের। ইতিমধ্যেই বেশ কয়েকজন স্বাস্থ্যকর্মী ও ডাক্তার আক্রান্তও হয়েছেন। তাঁরাও হাসপাতালে চিকিৎসাধীন। করোনা মোকাবিলার ক্ষেত্রে এবার নিজেদের বেতনও কম নেবেন কলকাতার ডাক্তারদের একটা বড় অংশ বলে জানান। শহরের বেশ কয়েকটি বেসরকারি হাসপাতাল সিনিয়র ডাক্তার এবং অন্য আধিকারিকদের বেতনের একটা বড় অংশ কেটে নেওয়া হবে বলে জানিয়েছে।




সূত্র থেকে জানা গেছে, ডাক্তারদের সিনিয়রিটি এবং বেতনক্রম অনুযায়ী ১৫-৩৩ শতাংশ মাইনে কেটে নেওয়া হবে বলে জানানো হয়েছে। করোনার কারণে যে আর্থিক সংকট দেখা দিয়েছে, তার মোকাবিলাতেই এই পদক্ষেপ। তবে জুনিয়র ডাক্তার এবং পে-রোলে অন্তর্ভুক্ত নন, এমন চিকিত্‍সকদের প্রাপ্য টাকায় কোনও কাটছাঁট করা হবে না।



নচিকেতা গানে লিখেছিলেন, ‘ডাক্তার মানে সে তো মানুষ নয়, আমাদের চোখে সে তো ভগবান’ কলকাতার ডাক্তারদের এই সিদ্ধান্তে সহমত আবার প্রমাণ করল সত্যিই ডাক্তাররা মানুষের ভগবান।



Loading

Leave a Reply